বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

দুই বছরে যুক্তরাষ্ট্রে উবারে ৫৯৮১ যৌন নিপীড়নের ঘটনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রে উবারে ২০১৭ ও ২০১৮ সালে প্রায় পাঁচ হাজার ৯৮১টি যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানিটি।

গত বৃহস্পতিবার উবারের প্রকাশ করা সেফটি রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। এসব যৌন নিপীড়নের ঘটনার মধ্যে আছে ৪৬৪টি ধর্ষণের ঘটনা।

এ রিপোর্টে অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানিটি মোট রাইডের সংখ্যার সঙ্গে যৌন নিপীড়নের সংখ্যা তুলনা করেছে। কোম্পানিটির মতে, অপ্রীতিকর ঘটনা ছাড়াই ৯৯.৯ শতাংশ রাইড সম্পন্ন হয়েছে।

দেশটির মোট হত্যার সংখ্যার সঙ্গেও যৌন নিপীড়নের সংখ্যা তুলনা করেছে উবার। এই রিপোর্টে অভিযোগকারী ও অভিযুক্তের বক্তব্য অন্তর্ভুক্ত করে দাবি করা হয়েছে যে ৪৫ শতাংশ ঘটনায় অভিযুক্তকে জবাবদিহি করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ড্রাইভারদের তাদের অভিজ্ঞতাগুলো জানানোর অধিকার আছে। এগুলো উবারকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই তাদের পক্ষে অবস্থান নেয়া উবারের দায়িত্ব।

উবারের এই রিপোর্ট অনুসারে, ৯২ শতাংশ ধর্ষণের ঘটনায় রাইডার ভুক্তভোগী ছিলেন। অন্যদিকে ড্রাইভাররা ভুক্তভোগী ছিলেন সাত শতাংশ ধর্ষণের ঘটনায়।

সম্মতি ছাড়া চুমো খাওয়া ও স্পর্শ করা এবং ধর্ষণের চেষ্টাকেও যৌন নিপীড়ন হিসেবে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানিটির এই রিপোর্টে।

উবারের এই ৮৪ পৃষ্ঠার রিপোর্টে ২০১৯ সালের ৩১ অক্টোবরের আগের ঘটনাও অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতি দুই বছর পর একটি সেফটি রিপোর্ট প্রকাশ করার পরিকল্পনার কথা জানিয়েছে কোম্পানিটি। সূত্র: সিএনএন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ