আওয়ার ইসলাম: ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৫০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার ভোর সাড়ে ৫টায় দিল্লি কেন্দ্রস্থলের জনবহুল একটি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই কারখানাটির শ্রমিক।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, স্কুলব্যাগ ও বোতলসহ নানা দ্রব্যসামগ্রী রাখা কারখানাটিতে যখন আগুন লাগে, তখন শ্রমিকরা ভেতরে ঘুমিয়ে ছিলেন। ফলে হতাহতদের বেশিরভাগই শ্রমিক।
ফায়ার সার্ভিস কর্মকর্তা সুনীল চৌধুরী জানান, কারখানাটি থেকে এখন পর্যন্ত ৪৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরো ৫০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় দুইটি হাসপাতালে চিকিৎসা পাঠানো হয়েছে। অগ্নিদগ্ধ ২০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের ১৫টি গাড়ি উদ্ধার কাজ করছে। এখনই অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।
-এএ