আওয়ার ইসলাম: সৌদি আরবের চলমান ইয়েমেনে হামলার তীব্র সমালোচনা করে ইয়েমেনের ওলামা অ্যাসোসিয়েশনের মহাসচিব বলেছেন সৌদি আরবের দরবারি আলেমগণ ইসলাম থেকে বিচ্যুত হয়েছেন।
আরব ও ইসলামিক দেশগুলোয় সংঘটিত বেশিরভাগ অপরাধই এই দরবারি আলেমদের ফতোয়ার ফলস্বরূপ।
ইয়েমেনের ওলামা অ্যাসোসিয়েশনের মহাসচিব শাইখ আব্দুস সালাম আল-ওজিহা ৭ম ডিসেম্বর এক বক্তৃতায় আরব ও ইসলামিক বিশ্বে হাজারো অপরাধের জন্য সৌদি আরবের দরবারি আলেমগণকে দোষারোপ করে বলেছেন, তারা প্রবীণ আলেম বা পণ্ডিত নয়, বরং তারা সকলেই মন্দিরের পুরোহিত।
আল-মাইসার নিউজ এজেন্সির সাথে এক সাক্ষাৎকারে শাইখ আব্দুস সালাম আল-ওজিহা গুরুত্বারোপ করে বলেন, সৌদি আরবের দরবারি আলেমগণ ইসলাম থেকে বিচ্যুত হয়েছেন। তাদের জারি করা ফতোয়ার ফলে ইসলামী বিশ্বে লক্ষাধিক মুসলমানদের ব্যাপক ক্ষতি হয়েছে।
তিনি বলেন এসকল ফতোয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সেবা ও সুবিধার জন্য প্রধান করা হচ্ছে! মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের উপর নির্ভর করে চোখ বন্ধ করে তারা হারাম ও হালালের ফতোয়া দেয়। তবে ইসলাম ধর্মে এধরণে ফতোয়া প্রদান করতে নিষেধ করা হয়েছে। ইকনা।
-এটি