বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

হাসপাতালে আল্লামা আশরাফ আলীকে দেখতে গেলেন ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান ও জামিয়া শারঈয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলীর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে  হাসপাতালে যান ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ।

বুধবার সন্ধ্যায় ধর্ম প্রতিমন্ত্রী সেখানে যান এবং আল্লামা আশরাফ আলীর শারীরিক অবস্থার উন্নতি ও নেক হায়াত কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন। এ সময় শ্রদ্ধাভাজন এ আলেম ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে একান্তে তিনটি বিষয় নিয়ে আলোচনা করেন বলেও জানা যায়।

আল্লামা আশরাফ আলীর ছেলে মাওলানা সাব্বির আহমদ আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথমত কওমি মাদরাসার স্বীকৃতি প্রদানে অসমান্য অবদান রাখার জন্য আল্লামা আশরাফ আলী ধর্ম প্রতিমন্ত্রীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। দ্বিতীয়ত, হজের সফরে নিরলস পরিশ্রম করে সুষ্ঠু-সুন্দর হজ ব্যবস্থাপনা উপহার দেওয়া এবং দেশের ইতিহাসে সর্বপ্রথম সকল আলেমদের সরকারিভাবে হজ করিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করায় ধর্ম প্রতিমন্ত্রীর শুকরিয়া আদায় করেন তিনি।

মাওলানা সাব্বির আহমদ আরও জানান, এসময় কাদিয়ানী ইস্যুতে ধর্ম প্রতিমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে আল্লামা আশরাফ আলী বলেন, ‘আপনার ও সরকারের কাছে দেশের ওলামায়ে কেরামের আবেদন এ দেশে যেন কদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়। এ উদ্যোগে আপনি সর্বদা আলেমদের পাশে থাকবনে বলে আমরা আশা করছি’।

এসময় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ আল্লামা আশরাফ আলীর মুখে আঙুর তুলে দেন এবং তিনিও ধর্ম প্রতিমন্ত্রীকে ফল খাইয়ে দেন।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও  নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ