বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

নাগরিকত্ব বিল নিয়ে ভারতকে কড়া প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাগরিকত্ব বিল নিয়ে ভারতকে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। সংখ্যালঘু গোষ্ঠীর অধিকার ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় মোদি সরকারকে সচেষ্ট হওয়ার পরামর্শ দিয়েছে তারা।

আনন্দবাজার পত্রিকার বরাতে জানা যায়, নাগরিকত্ব সংশোধনী বিল ঘিরে সৃষ্ট পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান ।

গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, ‘ধর্মীয় স্বাধীনতা এবং সব গোষ্ঠীর সমানাধিকারই আমাদের দুই দেশের গণতন্ত্রের মৌলিক নীতি। ভারতের কাছে মার্কিন সরকারের অনুরোধ, সংবিধান এবং গণতান্ত্রিক মূল্যবোধের কথা মাথায় রেখে তারা যেন দেশের ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষা করে।’

লোকসভায় বিলটি পাসের পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনার প্রস্তাব করে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন (ইউএসসিআইআরএফ)। মার্কিন কমিশনটির সুপারিশকে গুরুত্ব না দিয়ে রাজ্যসভায়ও বিলটি পাস করে ভারত। পরবর্তীতে রাষ্ট্রপতি স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হয়।

বিলে আছে- মুসলিম ছাড়া আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে শরণার্থী হিসেবে হিন্দু, পার্সি, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মাবলম্বীরা আশ্রয় নিতে বাধ্য হলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে।

ইতিমধ্যে বিলটিকে ঘিরে আসামসহ ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতে সহিংসতা সৃষ্টিতে হয়েছে। স্থানীয় বাঙালি এলাকায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিক্ষোভ ঠেকাতে সেখানে সেনা মোতায়েন ও কারফিউ জারি করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ