আওয়ার ইসলাম: বিতর্কিত নাগরিকত্ব সংশোধিত আইনের প্রতিবাদে অনশনে বসছেন কেরালার মুখ্যমন্ত্রী ও সিপিএম নেতা পিনারাই বিজয়ন।
কেরালা সিপিএম জানিয়েছেন, আগামীকাল সোমবার মুখ্যমন্ত্রীর পাশাপাশি দলীয় নেতা ও বেশকিছু ‘অ-বিজেপি’ জাতীয় দলের নেতা তিরুবনন্তপুরমের পালায়মের শহিদ মিনারে অনশনে বসবেন।
কেরালা সিপিএম বলছে, নাগরিকত্ব আইনের বিরোধিতা করতে গিয়ে কোনো ধংসাত্মক ও প্ররোচনামূলক কাজ করা যাবে না। অনশনই একমাত্র বিজেপিকে আটকানোর পথ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাসহ ভারতের ছয় রাজ্যের মুখমন্ত্রী সদ্যপ্রণীত নাগরিকত্ব সংশোধনী আইন তাদের রাজ্যে প্রয়োগ করতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন।
পিনারাইয়ের ওই অনশন কর্মসূচি কতটা কার্যকর হয় তা দেখেই বিভিন্ন রাজ্যে প্রয়োজনে অনশনে নামবে সিপিএম। কেরালা ছাড়াও পশ্চিমবঙ্গ, দিল্লি, পাঞ্জাব, ছত্তিসগড় ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীরা বিজেপি সরকারের বিতর্কিত এই নাগরিকত্ব প্রদান-সংক্রান্ত আইন কোনোভাবে তাদের রাজ্যে প্রয়োগ করতে দেবেন না বলে হুমকি দিয়েছেন।
ভারতের সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পরপরই কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ঘোষণা দেন, তার রাজ্যে ওই আইন কার্যকর করতে দেয়া হবে না।
চলতি সপ্তাহে সংসদের দুই কক্ষেই পাস হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষরের পর তা আইনেও পরিণত হয়েছে। কিন্তু এই বিতর্কিত আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে সরব একাধিক রাজনৈতিক দল। চলছে দফায় দফায় আন্দোলন। আইনি লড়াইয়ের পথে হাঁটছেন অনেকে।
সংসদে বিলটি পাস হওয়ার পরই কেরালার মুখ্যমন্ত্রী বলেছিলেন, তার রাজ্যে এই আইন কার্যকর করতে দেয়া হবে না। এই আইন হিন্দু রাষ্ট্র তৈরির একটি ফিকির মাত্র।
অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা রমেশ চেনিথালা জানিয়েছেন, তিনি এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন।
ভারতের বেশ কয়েকটি রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বিক্ষোভ চলছে। পুরো রাজ্যের যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল করে দিয়েছে আন্দোলনকারীরা।
-এএ