আওয়ার ইসলাম: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দাঈ, লন্ডন আল আকসা মসজিদের খতিব শায়খ আহমাদ হাসান বাংলাদেশে আসছেন। তার আগমনকে কেন্দ্র করে বাংলাদেশ কুরআন ফোরাম গাজীপুর জেলার উদ্যোগে দুই দিনব্যাপী কুরআন মাশকের উদ্যোগ নিয়েছে।
কাল ১৬ ডিসেম্বর সোমবার বাদ জোহর দারুল উলুম হোসাইনিয়া মাদরাসা কোনাবাড়ী, বাদ আছর জামিয়া আরাবিয়া মদিনাতুল রখালিয়াচালা, বাদ মাগরিব জামিয়াতু অলিজা আল ইসলামিয়া আন্ধারমানিক এবং রাত ৯ টায় মৌচাক হযরত আলী রা. তাহফিজুল কুরআন মাদরাসায় মাশক করাবেন শায়খ আহমাদ হাসান।
এছাড়াও ১৭ ডিসেম্বর মঙ্গলবার বাদ ফজর জামিয়াতুর রহমাহ গাজীপুরে, সকাল ৮ টায় উম্মুল কোরা হিফজ মাদরাসায় ও সকাল ১০ টায় মাদরাসা বেলাল ইবনে রাবাহ. রা. মাশক করাবেন তিনি।
উল্লেখ্য, শায়খ আহমাদ হাসান একজন প্রখ্যাত কারী। তিনি প্রতিবছর বাংলাদেশে এসে বিভিন্ন প্রতিষ্ঠানে মাশক করান।
আরএম/