বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

ভারতে সদ্য পাশ হওয়া নাগরিকত্ব আইন নিয়ে আল্লামা বাবুনগরীর উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশ‌তিয়াক সি‌দ্দিকী
হাটহাজারী প্র‌তি‌নি‌ধি

ভারতে সদ্য পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী বিলকে মুসলিমবিরোধী গভীর ষড়যন্ত্র আখ্যা দিয়ে বাংলাদেশের জাতীয় সংসদে এর বিরুদ্ধে নিন্দা বিল পাশের আহবান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

১৪ ডিসেম্বর শনিবার রাতে সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আল্লামা বাবুনগরী বলেন, ভারতের নাগরিকত্ব বিলে মুসলমানদের ওপর জুলুম করা হয়েছে। নির্দিষ্ট কোন ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। নাগরিকত্ব বিলে মুসলমানদের ওপর অবিচার করায় বাংলাদেশ ৯০% মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে এ বিলের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় সংসদে নিন্দা বিল পাশ করতে হবে।

আল্লামা জুনায়েদ বাবুনগরী আরো বলেন, উগ্র হিন্দুত্ববাদী জালিম মোদি সরকারের এ নাগরিকত্ব বিলে বিশ্ব জোড়ে নিন্দার ঝড় বইছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এ বিতর্কিত নাগরিকত্ব বিলের ব্যপারে ক্ষোভ জানিয়েছে। বাংলাদেশের মত ৯০% মুসলিম অধ্যুষিত বাংলাদেশকেও রাষ্ট্রীয়ভাবে এ বিলের নিন্দা ও প্রতিবাদ জানানো সময়ের অপরিহার্য দাবী।

নাগরিকত্ব বিলে পাশ্ববর্তী দেশ ভারতের মুসলমানদের ওপর জুলুম অবিচার করা সত্বেও বাংলাদেশের মতো ৯০% মুসলমানের দেশ এ বিষয়ে চুপ থাকা বড় দুঃখজনক ও লজ্জাজনক।

অনতিবিলম্বে বাংলাদেশের জাতীয় সংসদে এ বিলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের মাধ্যমে এ বিলের কড়া প্রতিবাদ জানানো দেশের লক্ষ কোটি তৌহিদী জনতার দাবী।

সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে মুসলমানদেরকে বাদ দিয়ে এভাবে নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার প্রচেষ্টাকে রুখে দিতে ওআইসি, আরবলীগ সহ বিশ্বমুসলিম নেতৃবৃন্দের প্রতি আহবান জানান হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ