বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


দেওবন্দ থেকে ফেরার পথে সড়কে প্রাণ হারালেন দুই আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দ মাদরাসা থেকে ফেরার পথে দিল্লির মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আলেম দুই ভাই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ভারতের পত্রিকা ডটকম জানায়, এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ দুটি পােস্টমর্টেমের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করেছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত ব্যাক্তিকে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ডাক্তারগণ।

পুলিশের বরাতে জানা যায়, মােজাফফরনগরের দেরাদুন-দিল্লি জাতীয় মহাসড়কের বাগােয়ালি বাইপাসের কাছে ঘটনাটি ঘটেছে। নিহত দুই আলেম আপন ভাই ছিলেন। তাদের একজনের বয়স ২৪ অন্য জনের ২২।

সূত্রমতে আরো জানা যায়, দুই ভাই বাইকে চড়ে দারুল উলুম দেওবন্দ থেকে শনিবার গভীর রাতে মুজাফফরনগরে ফিরে আসছিলেন। তাদের বাইকটিকে বাগােয়ালি বাইপাসের কাছে পৌঁছলে একটি দ্রুতগতির ট্রাক ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় উভয় ভাই ঘটনাস্থলেই মারা যান। এতে একজন গুরুতর আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায়। নিহতদের পরিবারেও খবর পৌঁছলে, এক সাথে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শােকের ছায়া নেমে আসে।

পত্রিকা ডটকম হিন্দি পত্রিকা থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ