বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


ভারত সরকারকে হুঁশিয়ারি ইত্তেহাদ মিল্লাত কাউন্সিলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উত্তর প্রদেশের বেরেলি ইত্তেহাদ মিল্লাত কাউন্সিল (আইএমসি) এর প্রধান মাওলানা তৌকির রাজা খা শুক্রবার হুঁশিয়ারি দিয়েছেন যে, সরকার যদি নাগরিকতা সংশোধন আইন রদ না করে, তাহলে ভারতের গলিতে রক্ত বইবে।

সিভিল লাইন্স নৌমহলা মসজিদে বিক্ষোভ প্রদর্শনের সময় তিনি মুসলিমদের এক হয়ে এই আইনের বিরুদ্ধে গর্জে উঠতে বলেন।

শুক্রবার জুম্মার নামাজের পর উত্তর প্রদেশের বেরেলি শহরের বাইরে অনেক এলাকাতেই মুসলিমরা বিক্ষোভ প্রদর্শন করে। এছাড়াও মুসলিম বহুল এলাকা গুলোতে দোকানপাট বন্ধ রাখা হয়েছিল।

নাগরিকতা সংশোধন আইনের বিরোধিতায় বৃষ্টির মধ্যেও আইএমসি, মুসলিম সমাজ আর তাঞ্জিম উলমা ইসলাম সমেত বেশ কয়েকটি মুসলিম সংগঠন রাস্তায় নেমে প্রতিবাদ করে। জমিয়ত উলেমা হিন্দ আর সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন আলাদা করে বিক্ষোভ প্রদর্শন করে।

নৌমহলা মসজিদের গেটের বাইরে প্রদর্শনের সময় আইএমসি অরধান তৌকির রাজা মুসলিমদের একজোট হয়ে নাগরিকতা সংশোধন আইনের গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ করতে বলেন।

তিনি বলেন, মুসলিমরা আদালতে যাবে রাষ্ট্রপতির কাছে আবেদন করবে, সরকারকে এই আইন তুলে নিতেই হবে। নাহলে ভারতের অলিতে-গলিতে রক্তের বন্যা বইবে।

তিনি আরও বলেন, মুসলিমরা যদি ইজ্জতের সাথে জীবন যাপন করতে চায়, তাহলে তাদের বলিদান দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। প্রথম গুলি তাঁরা নিজেদের বুকে খাবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ