রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


চন্দনাইশ হিলফুল ফুযুল সংগঠনের ইসলামী সম্মেলন বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশস্থ পাঠানদন্ডী আঞ্জুমানে হিলফুল ফুযুল মঈনুল ইসলাম পাঠাগারের ব্যবস্থাপনায় ইসলামী সম্মেলন আগামী (১৯ডিসেম্বর) বৃহস্পতিবার পাঠানদন্ডী বায়তুল মোয়াজ্জম জামে সমজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন সংগঠনের উপদেষ্টা মাওলানা মাহবুবুল মান্নান।ইতোমধ্যে সম্মেলনের সার্বিব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে তিনি জানিয়েছেন।

চট্টগ্রাম ওমরগনি এম ই এস কলেজের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান লেখক ও গবেষক, শিক্ষাবিদ মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন।

এছাড়া কুতবে যমান ওলীয়ে কামেল আল্লামা শাহ আলী আহমদ বোয়ালভী (রহ.) খলীফা, কানাইমাদারী জায়নুল উলুম মাদরাসার সদরে মুহতামিম মাওলানা সিরাজুল হকের উদ্ভোধনী বক্তৃতায় গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে আলোচনা করবেন শাহমীরপুর মাদরাসার নির্বাহী মুহতামিম মাওলানা ক্বারী নুরুল্লাহ, পটিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আখতার হোসাইন আনোয়ারী, জামেয়া দারুল মা'আরিফ এর মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ, জিরি মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হোসাইন আল মাহমুদ ও মুরাদাবাদ আজিজিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাফেজ রহমত উল্লাহ প্রমুখ।

সংগঠনের সভাপতি মোদ্দারিরুল হক জুনাইদ যথাসময়ে সবাইকে সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ