রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যানের শিশুপুত্রকে খুনের ঘটনায় আটক ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গাজিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ জুয়েল মিয়ার শিশুপুত্রকে গলা কেটে হত্যা রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ বড় ঘাগটিয়া গ্রামের ঘটনাস্থলের আশপাশে ব্যাপক তল্লাশি ও অনুসন্ধান চালায়।

এ সময় নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তথ্য সংগ্রহ ও জিজ্ঞাসাবাদের জন্য চেয়ারম্যান জুয়েলের বড় ভাই নজরুল ইসলাম, তার স্ত্রী রণি আক্তার, মেয়ে নদী, বড় ভাই তোফাজ্জল ইসলামের স্ত্রী শারমিন আক্তার এবং পাশের আরেকটি বাড়ি থেকে আব্বাস আলীর ছেলে নয়ন ও আশ্রব আলীর ছেলে মোতালিবকে আটক করে থানায় নিয়ে যায়।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে গাজিরচর ইউনিয়নের বড় ঘাগটিয়া গ্রামের নিজ বাড়ির সামনে সাইকেল চালাতে ও বন্ধুদের সঙ্গে খেলতে বের হয়ে নিখোঁজ হয় চেয়ারম্যান মুহা. জুয়েল মিয়ার পাঁচ বছর বয়সের শিশুপুত্র আবির। অনেক খোঁজাখুজির পর কয়েকশ' গজ দূরে অবস্থিত জুয়েল চেয়ারম্যানের বড় ভাইদের বাড়ির পিছনের একটি জঙ্গলে শিশু আবিরের গলা কাটা লাশ পাওয়া যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ