রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


'কুরআন চর্চা ও অনুশীলনে আমাদের মনোযোগী হতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

চট্টগ্রাম ওমরগনি এম ই এস কলেজের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান লেখক ও গবেষক, শিক্ষাবিদ মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, পবিত্র কুরআনের বিশুদ্ধ তেলাওয়াত ও অর্থ অনুধাবনের মেহনত জোরদার করতে হবে।

তিনি বলেন, কুরআনের শিক্ষা ও আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে মৌলিক পরিবর্তন এনে দেয়। তাই কুরআন চর্চা ও অনুশীলনে আমাদের মনোযোগী হতে হব। কুরআনে অতীতের অনেক ইতিহাস ও ঘটনা বর্ণিত হয়েছে, যা থেকে মানবজাতি শিক্ষা নিতে পারে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) চন্দনাইশের পাঠানদন্ডী আঞ্জুমানে হিলফুল ফুযুল মঈনুল ইসলাম পাঠাগারের ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য ইসলামী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আল্লামা শাহ আলী আহমদ বোয়ালভীর রহ. খলিফা মাওলানা সিরাজুল হক বোয়ালভী বলেছেন, আল্লাহ তায়ালার ভয়ভীতি রেখে অন্তরে আমলের বীজ বপণ করতে হবে। বুজুর্গানেদ্বীন ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে কুরআন সুন্নাহর সহিহ জ্ঞানচর্চা ও আমলের প্রতি বেশি মনোযোগী হতে হবে।

কর্ণফুলি শাহমীরপুর তাজবীদুল কুরআন মাদরাসার নির্বাহী মুহতামিম মাওলানা কারী নুরুল্লাহ বলেছেন, পর্দাশীল একজন মহিলা সবদিক থেকেই সম্পদ, অতএব, মহিলাদের হযরত আয়েশা রা. মতো মহিয়সী নারীর আদর্শে নিজেকে গড়ে তুলতে হবে। পর্দার বিধান আল্লাহ প্রদত্ত ফরজ অত্যাবশ্যকীয় ইবাদত। পোষাক পরিচ্ছেদসহ ঘরোয়া ভাবে পর্দার প্রচলন আরো ব্যাপক করতে হবে।

মাওলানা হাফেজ রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সম্মেলনে আলোচনা করেছেন জামিয়া ইসলামিয়া পটিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আখতার হোসাইন আনোয়ারী, জামেয়া দারুল মাআরিফের মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ ও জিরি মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হোসাইন আল মাহমুদ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ