বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে: প্রধান উপদেষ্টা নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী, রিট খারিজ আগামী নির্বাচন নতুন বন্দোবস্তের: শায়খে চরমোনাই জামায়াত সঙ্গ ত্যাগ করায় চরমোনাই পীরকে হেফাজত আমীরের অভিনন্দন হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা আজ বিকেল থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন প্রথমবারের মতো বাংলাদেশে সরকারি সফরে আফগান উপমন্ত্রী জামায়াতের মনোনয়ন বঞ্চিত প্রার্থীর বাড়িতে ছুটে গেলেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু ধানের শীষের ববি হাজ্জাজের বিপরীতে রিকশা প্রতীক পেলেন মজলিস আমির মসজিদ ব্যবস্থাপনায় নীতিমালা করল সরকার, গেজেট প্রকাশ

ঢাকসু ভবনে হামলা: আহত ফারাবি লাইফ সাপোর্টে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ ২৪ জন আহত হয়েছে। তাদের মধ্যে রাজধানীর চার্টার্ড বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী তুহিন ফারাবিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

জানা যায়, তুহিন ফারাবির বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। একই সঙ্গে তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এবং কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক।

তুহিন ফারাবির অবস্থা সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ঢামেক হাসপাতালের কর্তব্যরত একজন চিকিৎসক জানান, তার সব ধরনের পরীক্ষা-নীরিক্ষা করা হয়েছে। সিটি স্ক্যান রিপোর্টে খারাপ কিছু পাওয়া যায়নি। তবে তার মাথার বাইরের দিকে ইনজুরি রয়েছে। সবকিছু বিবেচনা করে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের জন্য আমরা তাকে লাইফ সাপোর্টে রেখেছি।

ঢামেক হাসপাতালের ওই চিকিৎসক আরও জানান, আইসিইউতে রাখা অপর তিন জনের মধ্যে দুইজনকে (ভিপি নুর ও তার সংগঠনের কর্মী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহেল) কেবিনে নেয়া হয়েছে। তবে নুরের ছোট ভাই আমিনুরকে আইসিইউতে পর্যবেক্ষণ রাখা হচ্ছে।

গতকাল রোববার দুপুর পৌনে ১টার দিকে ভিপি নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে নুরসহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ২৪ আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় ভাংচুর করা হয় ভিপির কক্ষের কম্পিউটার, চেয়ারসহ আসবাবপত্র।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ