রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


চট্টগ্রামের বাঁশখালীতে বাসমাহ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

বাসমাহ ফাউন্ডেশনের অর্থায়নে দুই পর্বে চট্টগ্রাম বাঁশখালীর বিভিন্ন এলাকার অসহায়-দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় মঙ্গলবার (৩১ ডিসেম্বর)।

সেসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাসমাহ ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার হাফিজুর রহমান। সমন্বয়ক ও বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার শিক্ষক মাওলানা মাহমুদ মুজিব।

মাওলানা মাহমুদ মুজিব বলেন, অসহায় ও দরিদ্ররাও সমাজের একটি অংশ। তারা অযত্নে, অবহেলায় রাস্তার মোড়ে মোড়ে দিন অতিবাহিত করছে। তাদের পাশে দাঁড়ালে তারাও সবার সাথে মাথা উচু করে দাঁড়াতে পারবে। তাই যার যার অবস্থান থেকে শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানগুলোতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুফতি নসীমুর রহমান, গাজী সালাহ উদ্দীন, মোবারক হুসাইন আসিফ, মাওলানা আহমদ নাসির, কাজী মাওলানা আবেদুর রহমান, ওবায়দুল্লাহ মাসউদ নকী, সাংবাদিক মিজান বিন তাহের, সাংবাদিক শিব্বীর আহমদ রানা প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ