বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


বিশ্বব্যাপী শরণার্থীক্যাম্প: চীন, ভারত, যুক্তরাষ্ট্র সব জায়গায় বন্দী মুসলিমরাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

সারা বিশ্বে তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প। যেখানে গরীব অসহায় শরণার্থীর নামে বন্দী করছে মুসলিমদের। বিশ্বের অধিকাংশ ডিটেনশন ক্যাম্পে মুসলিমরাই সংখ্যা গরিষ্ঠ।

মিডলইস্ট আই জানায়, শুধু ভারতেই নয়। শরণার্থী শিবির তৈরি হচ্ছে গোটা বিশ্বজুড়ে। চীন, ভারত এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রেও চলছে শরণার্থী শিবির তৈরি কাজ।

সূত্রমতে জানা যায়, চীনে উদ্বাস্তু শিবির তৈরি করে উইঘুর মুসলিমদের আটক করে রাখার খবর সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।গোটা বিশ্বজুড়ে হইচই পড়ে গিয়েছে  এটা নিয়ে।

মুসলিম নারী, শিশুদের ওপর চীনা সরকারের অকথ্য অত্যাচারের প্রতিবাদে সরব হয়েছেন বিশ্বের বহু সমাজকর্মীরা। আর এদিকে ভারতের কেন্দ্রীয় সরকারও একই পথে হাঁটছে।

আসামের গোয়ালপাড়ায় সাতটি ফুটবল মাঠের সমান ডিটেনশন ক্যাম্প তৈরির খবরও সামনে এসেছে। ছবি প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। আর দেশের প্রধানমন্ত্রী বলে দিচ্ছেন, দেশে একটি ডিটেনশন ক্যাম্প নেই।

চীন সরকারের মতোই অস্বীকার করছে ভারতের মোদি সরকারও। সম্প্রতি অসমে নাগরিকপঞ্জির তালিকা তৈরি করা হয়েছে।

সেই তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লক্ষ মানুষ। বিরোধীদের অভিযোগ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মানির ফ্যাসিস্ট সরকারের মতো আচরণ করছে ভারতের মোদি সরকার। এমনকি চীন সরকারও।

‘‌গণহত্যা’‌র পরিকল্পনা চলছে। এছাড়াও বিজেপি শাসিত কর্নাটকেও নাকি শরণার্থী শিবির তৈরির কাজ একেবারে শেষের পথে। মার্কিন যুক্তরাষ্ট্রেও দক্ষিণে যে অঞ্চলগুলি শরণার্থী সমস্যায় জর্জরিত, সেখানেও নাকি একটি ডিটেনশন সেন্টার তৈরির প্রস্তুতি চলছে অগোচরে। একটি মার্কিন সংবাদমাধ্যম সূত্রে আরো জানা যায়, সেসব ডিটেনশন ক্যাম্পগুলোতে মুসলিমরাই বন্দী আছে। সূত্র: মিডলইস্ট আই

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ