আওয়ার ইসলাম: আদালতের পরোয়ানা ছাড়া ঢাকার দুই সিটির নির্বাচনে কোনো প্রার্থীকে গ্রেফতার না করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
আজ মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।
তিনি বলেন, কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, সে অনুযায়ী ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলেছি। সেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, তফসিলের পূর্বের কোনো পরোয়ানা না থাকলে প্রার্থী বা সমর্থকদের গ্রেফতার করা যাবে না।
তবে যদি আদালতের আদেশ থাকে বা নতুন কোনো অপরাধ করে সেক্ষেত্রে রাষ্ট্র ও জনগণের স্বার্থে তারা ব্যবস্থা নিতে পারবেন।
-এটি