আবদুল্লাহ তামিম।।
মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ১৩টি অঙ্গরাজ্যের একটি অঙ্গরাজ্য ম্যাসাচুসেটস। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে অবস্থিত এ রাজ্যটি। ম্যাসাচুসেটসের নামকরা একটি শহরের নাম ক্যামব্রিজ। এ শহরে প্রথমবারের মত কোনো মুসলিম হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন পাকিস্তানী বংশদ্ভূত সুম্বুল সিদ্দিকী।
স্থানীয় গণমাধ্যম বুস্টনহেরাল্ড ডটকমের বরাতে জানা যায়, সুম্বুল সিদ্দিকী গত সোমবার রাজ্যের প্রথম মুসলিম মেয়র হয়ে কেমব্রিজে নির্বাচিত হয়েছেন। মাত্র ২ বছর বয়সে পাকিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। তার পরিবার পাকিস্তান ছেড়ে কয়েক দশক আগে আমেরিকার এ অঞ্চলে বসবাস শুরু করে।
৩১ বছর বয়সী সিদ্দিকী বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। মেয়র হিসেবে নির্বাচিত হয়ে তিনি শহরের জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন। শহরের সরকারী কর্মকর্তারা তাকে সাধুবাদ জানায়।
হেরাল্ড পত্রিকাকে তিনি বলেন, যতবেশি প্রতিনিধি নির্বাচনে দাঁড়াবে ততই শহরের জন্য ভালো। কারণ লোকেরা তাদের প্রিয় মানুষকে নির্বাচিত করতে পারবে। আমি নির্বাচিত হয়েছি কারণ আমাকে লোকজন মেয়র হিসেবে দেখতে চায়। আমি তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করার চেষ্টা করবো।
কাউন্সিলর জেটপ্যাক ফেসবুকে লিখেছেন, মেয়র সিদ্দিকী ম্যাসাচুসেটসে প্রথম আমেরিকান মুসলিম মেয়র। তার উদ্বোধনী বক্তব্যে সেবার প্রতি গুরুত্ব দিয়েছেন। ছোটবেলা থেকে আমেরিকা চলে আসার পর থেকে কীভাবে তার জীবন এতবড় সাফল্য অর্জন করেছেন সেটাও তিনি বলেছেন।
বুস্টনহেরাল্ড ডটকম থেকে আবদুুল্লাহ তামিমের অনুবাদ