বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


সরকারের জিরো টলারেন্স নীতি সফল: রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উন্নয়নশীল দেশের শ্রেণীতে উত্তরণের সব যোগ্যতা বাংলাদেশ অর্জন করেছে উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার বিকালে শুরু হওয়া একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ এই অধিবেশনে সংবিধানের নিয়মানুযায়ী ভাষণ দিচ্ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বর্তমানে জনজীবনে স্বস্তি বিরাজ করছে মন্তব্য করে রাষ্ট্রপতি আরো বলেন, ‘দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। দুর্নীতি জুয়া, মাদক, জঙ্গিবাদ, উগ্রবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধে সরকারের জিরো টলারেন্সনীতি ব্যাপক সাফল্য পেয়েছে। এটা বিশ্বব্যাপী প্রশংসিতও হচ্ছে।’

আবদুল হামিদ বলেন, ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ গঠিত হয়েছে। বাংলাদেশের জনগণের বিপুল সমর্থনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়।’

সংসদের রেওয়াজ অনুযায়ী চলমান সংসদের কোনও সদস্যের মৃত্যুতে তার জীবন ও কাজের ওপর আলোচনা করা হয়। শোক প্রস্তাব উপস্থাপনের পর সংসদ সদস্যরা ইউনুস আলী সরকারের জীবনের ওপর আলোচনা করেন।

আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘রাজনীতির পাশাপাশি চিকিৎসা পেশায়ও সক্রিয় ছিলেন ইউনুস আলী সরকার। তিনি মানুষকে বিনা পয়সায় চিকিৎসা ও ওষুধ দিতেন।’

প্রধানমন্ত্রী তার বক্তব্যে সাবেক সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ প্রমুখের কথা স্মরণ করেন।

তিনি বলেন, ‘ফজলে হাসান আবেদ দেশের জন্য যথেষ্ট সম্মান নিয়ে এসেছেন। আমিই তাকে ব্র্যাক ইউনিভার্সিটি এবং ব্যাংক দিয়েছিলাম। তার কাজের ফলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।’

এছাড়া ইরানের তেহরানে ইউক্রেনের বিমান বিধ্বস্তে, অস্ট্রেলিয়ার দাবানলে এবং দেশে-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রকাশ করা হয়।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়, প্রতিদিন বিকাল ৪টা থেকে সংসদ অধিবেশন বসবে। স্পিকার প্রয়োজনে অধিবেশনের সময়সীমা বাড়াতে বা কমাতে পারবেন। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংসদ চলবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ