বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭

শিরোনাম :
ফের চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম, জানা গেল তারিখ ১০ দলীয় নির্বাচনি ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি: তারেক রহমান নিউমার্কেট এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে, যান চলাচল শুরু ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিচ্ছে যেসব মুসলিম দেশ আলেমদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য ব্যারিস্টার আরমানের, সমালোচনার ঝড় ওয়ার্ড জামায়াত সেক্রেটারি যোগ দিলেন ইসলামী আন্দোলনে ভোটের তিন বাক্স, ইসলামপন্থীদের প্রত্যাশার প্রতিফলন কতটা ঘটবে? ইনসাফপূর্ণ রাষ্ট্র বিনির্মাণে জমিয়ত মিরপুর জোনের সুধী সমাবেশ কামিল পরীক্ষায় অসদুপায়ে ৩৬ শিক্ষার্থী বহিষ্কার, ১১ কেন্দ্র সচিবকে সতর্কতা

প্রচারে নতুন পদ্ধতিতে বাধা দেয়া হচ্ছে: তা‌বিথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রতিদিন নতুন নতুন পদ্ধতিতে নির্বাচনের প্রচারণায় বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সি‌টি করপোরেশনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় উত্তর বাড্ডা রহমাতুল্লাহ গার্মেন্টসের সামনে থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা শুরুর পর তিনি এ অভিযোগ করেন।

তা‌বিথ আউয়াল বলেন, প্র‌তি‌দিন নতুন নতুন পদ্ধতিতে প্রচার-প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। এত ‌দিন বিএন‌পি প্রার্থীদের পোস্টার ছিঁড়ে ফেলা হতো। এখন মাইক কেড়ে নেয়া হচ্ছে। পোস্টার না লাগাতে হু‌মকি-ধাম‌কি দেয়া হচ্ছে। হামলা করা হচ্ছে। অনেককে গ্রেপ্তারও করা হচ্ছে।

‌নির্বাচন কমিশনের প্র‌তি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রচারের আর ১২ দিন বাকি আছে। এই সময়ে যেন সব প্রার্থীরা সমানভাবে প্রচারণা চালাতে পারে, সে ব্যবস্থা যেন করে ইসি।

তা‌বিথ আউয়াল বলেন, এই এলাকার জলাবদ্ধতা ও সরু এলাকায় যানজট নিরসনে কাজ করব। নারী শিশুসহ সকলের নিরাপত্তায় কাজ করব। খোলা জায়গায় হাঁটার ব্যবস্থা করা হবে।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী আ‌তিকুল ইসলাম চা বানিয়ে প্রচারণায় জনগণকে আকৃষ্ট করেছেন-আপ‌নি এ রকম কিছু করবেন ‌কিনা, এমন প্রশ্নের জবাবে তা‌বিথ বলেন, ওটা তার ব্যাপার। আ‌মি জনগ‌ণের কাছে যাচ্ছি, ভোট চা‌চ্ছি। ব্যাপক সাড়া পা‌চ্ছি। জনগণ ভোট দিতে পারলে ধানের শীষের বিজয় নিশ্চিত।

গণসংযোগে তার সঙ্গে আছেন বিএনপির জলবায়ুবিষয়ক সহসম্পাদক মোস্তা‌ফিজুর রহমান বাবুল, নির্বাহী ক‌মি‌টির সদস্য নিপুন রায় চৌধুরী, যুবদলের সভাপ‌তি সাইফুল আলম নীরব, ম‌হিলা দলের সাধারণ সম্পা‌দিকা সুলতানা আহমেদ, যুবদ‌ল ঢাকা মহানগর উত্তরের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ