বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭

শিরোনাম :
ফের চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম, জানা গেল তারিখ ১০ দলীয় নির্বাচনি ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি: তারেক রহমান নিউমার্কেট এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে, যান চলাচল শুরু ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিচ্ছে যেসব মুসলিম দেশ আলেমদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য ব্যারিস্টার আরমানের, সমালোচনার ঝড় ওয়ার্ড জামায়াত সেক্রেটারি যোগ দিলেন ইসলামী আন্দোলনে ভোটের তিন বাক্স, ইসলামপন্থীদের প্রত্যাশার প্রতিফলন কতটা ঘটবে? ইনসাফপূর্ণ রাষ্ট্র বিনির্মাণে জমিয়ত মিরপুর জোনের সুধী সমাবেশ কামিল পরীক্ষায় অসদুপায়ে ৩৬ শিক্ষার্থী বহিষ্কার, ১১ কেন্দ্র সচিবকে সতর্কতা

বিজেপির পদ হারাচ্ছেন অমিত শাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি পদ হারাতে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

জানা যায়, আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে অমিত শাহর উত্তরাধিকারী হিসেবে বিজেপির সর্বোচ্চ পদে বসতে চলেছেন কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা।

দেশটির বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন জেপি নাড্ডা। নির্দিষ্ট দিনক্ষণ মেনেই ওইদিন তাকে অমিত শাহর স্থলাভিষিক্ত করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভের পর মোদি সরকারের মন্ত্রিসভায় সুযোগ পান বিজেপি সভাপতি অমিত শাহ। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি বিজেপির দায়িত্বও পালন করছেন।

জানা যায়, লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশ রাজ্যের বিজেপির নির্বাচনী প্রচারণার দায়িত্বে ছিলেন জেপি নাড্ডা। সেখানকার শক্তিশালী সমাজবাদী পার্টি (এসপি) এবং বহুজন সমাজ পার্টির মহাজোটের বিরুদ্ধে বিজেপির জয় এনে দেন।

তার শক্তিশালী ভূমিকার কারণে রাজ্যটির ৮০টি লোকসভা আসনের মধ্যে ৬২টিতেই জয় লাভ করে বিজেপি। এছাড়া ২০১৪ সালে মোদি সরকারের প্রথম মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন জেপি নাড্ডা। বিজেপির সর্বোচ্চ সংসদীয় বোর্ডের সদস্যও ছিলেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ