রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


পুকুর থেকে পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জ পুলিশলাইনের পুকুর থেকে এক কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম শাহিনুর রহমান।

মঙ্গলবার সকালে ওই পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কনস্টেবল শাহিনুর রহমান ময়মনসিংহের বাসিন্দা।

পুলিশ সুপার মোহাম্মদ উল্লা জানান, সোমবার থেকে নিখোঁজ ছিলেন কনস্টেবল শাহিনুর রহমান। অনেক খোঁজাখুঁজির পর সকালে পুকুরঘাটে লুঙ্গি, বিছানার চাঁদর, কম্বল ও জুতা দেখতে পান পুলিশ সদস্যরা।

পরে জাল ফেলে পুকুর থেকে শাহিনুরের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনরা জানান, শাহিনুর সাঁতার জানত না। প্রচণ্ড ঠাণ্ডায় পুকুরে গোসল করতে নেমে হয়তো আর উঠতে পারেননি।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ