শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৯ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭


সিরাতুন্নাবী সা. কুইজ’র সৌভাগ্যবান ৩০ জন বিজয়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ ।।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজিত ‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায় ২০১৯’ পুরস্কার বিতরণী আগামী ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে।

এতে পবিত্র রবিউল আউয়াল মাসজুড়ে আওয়ার ইসলামের আয়োজনে চলমান সিরাতুন্নাবী সা. কুইজ প্রতিযোগিতার ৩০ জন বিজয়ীকে এ অনুষ্ঠানেই পুরষ্কৃত করা হবে।

দেশবরণ্য আলেম-ওলামা, লেখক ও কবি-সাহিত্যিকগণ ও ‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসা মদিনায়’ এর সকল অংশগ্রহণকারীসহ বিভিন্ন স্কুল কলেজ মাদরাসার শিক্ষার্থী উপস্থিত থাকবেন।

সিরাতুন্নাবী সা. কুইজ’র সৌভাগ্যবান ৩০ জন বিজয়ী

১-১০ তম কুইজের বিজয়ী 

(প্রশ্ন-১) বিজয়ী জসিম উদ্দিন, (প্রশ্ন-২) বিজয়ী এম এ নবী, (প্রশ্ন-৩) বিজয়ী এমডি আলী আহমদ, (প্রশ্ন-৪) বিজয়ী মাওলানা মুখলেছুর রহমান মাহমুদী, (প্রশ্ন-৫) বিজয়ী মোছা: বুশরা জান্নাত, (প্রশ্ন-৬) মাহবুব বিন মানসুর, (প্রশ্ন-৭) আয়মান আল বিরুনি, (প্রশ্ন-৮) কে আর কাউসার আহমেদ, (প্রশ্ন-৯) তাজকিয়া জান্নাত মারজিয়া, (প্রশ্ন-১০) হাবিবুর রহমান।

১১-২০ তম কুইজের বিজয়ী 

(প্রশ্ন-১১) আনিসুর রহমান, (প্রশ্ন- ১২) মিসবাহ জামিল, (প্রশ্ন- ১৩) মুহা. শরিফুল ইসলাম, প্রশ্ন- ১৪) রাবওয়া নূর, (প্রশ্ন- ১৫) শাহরিয়ার আহমেদ বাপ্পি, (প্রশ্ন- ১৬) আব্দুল্লাহ রেদওয়ান, (প্রশ্ন- ১৭) আলামিন বাপ্পি, (প্রশ্ন- ১৮) ফয়েজ হাবীব, (প্রশ্ন- ১৯) ফাহিম ফাইয়াজ, (প্রশ্ন- ২০) লাবিবা জামান।

২০-৩০ তম কুইজের বিজয়ী 

(প্রশ্ন- ২১) উবায়দা বিন মুনীর, (প্রশ্ন ২২) মাহাদী হাসান মেহেদী, (প্রশ্ন- ২৩) সুমাইয়া মারজান, (প্রশ্ন-২৪) বিজয়ী সাফাতুল ইসলাম স্বাধীন, (প্রশ্ন-২৫) বিজয়ী মাহফুজুর রহমান, (প্রশ্ন-২৬) বিজয়ী ফাহমিদা জামিল, (প্রশ্ন-২৭) বিজয়ী মেহদী হাসান শীশ, (প্রশ্ন-২৮) বিজয়ী মো: তাকদিরুল ইসলাম, (প্রশ্ন-২৯) বিজয়ী মোকাররম হোসাইন,  (প্রশ্ন-৩০) বিজয়ী বিনতে শিরিন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ