রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
হাতপাখা না থাকা ৩২ আসনে যা করবে ইসলামী আন্দোলন পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক গাজায় ‘শান্তি পর্ষদে’ দুই নেতাকে পাশে চান ট্রাম্প

'পঞ্চগড়ে ফের কাদিয়ানীদের ইজতেমা হলে দুর্বার আন্দোলন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লামা নূরুল ইসলাম বলেন, আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, আগামী ২৯ ফেব্রুয়ারী কাদিয়ানীরা পঞ্চগড়ে পুনরায় তাদের তথাকথিত ইজতেমা অনুষ্ঠানের ষড়যন্ত্রে মেতেছে। তারা ইজতেমার জন্য প্রশাসনের অনুমতি নেয়ারও পায়তারা করছে। একই স্থানে গত বছরও তারা ইজতেমা নামক ঈমান বিধ্বংসী ষড়যন্ত্রের দুঃসাহস দেখিয়েছিলো। কিন্তু পঞ্চগড়ের নবী প্রেমিক তাওহীদি জনতার তীব্র আন্দোলন ও তাজা রক্তের বিনিময়ে তা বাতিল করতে সরকার বাধ্য হয়।

তিনি বলেন, পঞ্চগড়ের মাটিতে কাদিয়ানীদের ইজতেমার অনুমতি দিলে সারা দেশে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। তাওহিদী জনতার এই আন্দোলনের দাবানল কোন অপশক্তি রুখতে পারবে না।

তিনি আরো বলেন, প্রয়োজনে আমরা সারাদেশের তাওহিদী জনতাকে নিয়ে পুনরায় পঞ্চগড় অভিমুখে যাবো। কাদিয়ানী সম্প্রদায়ের সরকারিভাবে অমুসলিম ঘোষনার দাবিতে সারা দেশের তাওহীদি জনতা আল্লামা আহমদ শফীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে গেছে।

তিনি আরো বলেন, সারা দেশের নবী প্রেমিক জনতার মুখে এখন একটিই দাবী "কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম সংখ্যালঘু ঘোষনা করতে হবে, এবং তাদের যাবতীয় অপতৎপরতা বন্ধ করতে হবে। কিন্তু আমরা লক্ষ করছি সরকার মুসলমানদের এই ন্যায্য দাবীর ব্যাপারে রহস্যজনক ভাবে নিরবতা পালন করছে।

তিনি সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, অনতিবিলম্বে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করে মুসলমানদের দাবির প্রতি সম্মান প্রদর্শন করুন। অন্যথায় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের উদ্যোগে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ