রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
হাতপাখা না থাকা ৩২ আসনে যা করবে ইসলামী আন্দোলন পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক গাজায় ‘শান্তি পর্ষদে’ দুই নেতাকে পাশে চান ট্রাম্প

শিক্ষা বোর্ডের ভুলে বের করে দেয়া হলো দাখিল পরীক্ষার্থীকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ মাদরাসা বোর্ডের ভুলে পরীক্ষা দিতে পারছে না কুমিল্লার দাখিলের (এসএসসি) এক শিক্ষার্থী। ভুক্তভোগী মুহা. বিল্লাল হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল ইসলামিয়া দাখিল মাদরাসার ছাত্র। প্রবেশপত্রে ভুল ছবি আসায় তাকে পরীক্ষার সুযোগ দেয়া হচ্ছে না।

গত শনিবার (২২ ফেব্রুয়ারি) বাংলা দ্বিতীয় পত্রের দিন আংশিক পরীক্ষা দেয়ার পর তাকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়।

ওই শিক্ষার্থীর মা রুবী আক্তার জানান, বিল্লাল হোসেনের পরীক্ষা কেন্দ্র বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজে। আট দিন পরীক্ষা দেয়ার পর তাকে আর সুযোগ দেয়া হচ্ছে না। এতে তার ছেলের শিক্ষা জীবন নষ্ট হওয়ার পথে। মাদরাসার সুপারের (প্রধান) নিকট বার বার গেলেও তিনি কোনও সুরাহা করতে পারেননি। বিশেষ ব্যবস্থা তার বাকি পরীক্ষাগুলো নেয়ার আবেদন জানান তিনি।

শংকুচাইল ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহা. মীর হোসেন বলেন, ‘বিল্লাল হোসেনের প্রবেশপত্রে ভুল ছবির বিষয় নিয়ে মাদরাসা বোর্ডে গিয়েছিলাম।’ অ্যাসিট্যান্ট কন্ট্রোলার জালাল উদ্দিন তালুকদার তাকে পাত্তা দেননি বলেও তিনি জানান।

মাদরাসা বোর্ডের কুমিল্লা অফিসের দায়িত্বে থাকা আলতাফ হোসেন বলেন, ‘সুপারের কিছু গাফিলতি ছিল। তিনি সময়মতো সংশোধন করলে সমস্যাটি হতো না।’

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. ইমরুল হাসান বলেন, ‘আগে জানলে একটা ব্যবস্থা নেয়া যেতো। তবুও শিক্ষা কর্মকর্তাকে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ