রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
হাতপাখা না থাকা ৩২ আসনে যা করবে ইসলামী আন্দোলন পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক গাজায় ‘শান্তি পর্ষদে’ দুই নেতাকে পাশে চান ট্রাম্প

রাবিতে বিভাগের নাম পরিবর্তনের দাবিতে আমরণ অনশন, অসুস্থ ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের নাম ‘ফলিত পরিসংখ্যান’ করার দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশনের চব্বিশ ঘণ্টা পার হয়েছে। অনশনে এ পর্যন্ত ১৫ শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার এ কর্মসূচি অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ খান আজ দুপুর ১২টার দিকে শিক্ষার্থীদের এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, আমি মানবিক কারণেই এখানে এসেছি। দুইদিন ধরে ছেলে মেয়েরা জীবনের ঝুঁকি নিয়ে অনশন করছে।

‘অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে যাচ্ছে। আমি একজন শিক্ষক হয়ে এভাবে নিরব থাকতে পারি না। আমি অবশ্যই তাদের দাবির সঙ্গে একমত। আমার মনে হয়েছে এটি যৌক্তিক দাবি। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটু আন্তরিক হলেই এ দাবি মেনে নিতে পারে। আমি ওদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করতে এবং সহমর্মিতা জানাতেই এখানে এসেছি।’

অনশনরত শিক্ষার্থীরা জানান, মোবাশশির উল্লাহ, সোহাগ, নিশি খাতুন, আবিদ হাসান ও তপশ্রী স্যানালসহ এ পর্যন্ত আরও ১১ জন অসুস্থ হয়েছেন।

এদের মধ্যে তিনজন রাতে এবং বাকি সবাই সকালের পর থেকে অসুস্থ হয়েছে। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।

এ সম্পর্কে অনশনরত আবিদ হাসান নামে এক শিক্ষার্থী বলেন, আমাদের অনশনের চব্বিশ ঘণ্টা হয়ে গেছে। এখনও কোন ব্যবস্থা গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তারা বলেছেন, উপাচার্য রাজশাহীর বাইরে আছেন। তিনি আসলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। সকাল থেকে এই পর্যন্ত কোন শিক্ষক বা প্রশাসনের কেউ আমাদের দেখতে আসেননি। বিভাগ পরিবর্তনের ঘোষণা না দেয়া পর্যন্ত আমাদের অনশন চলবে।

এ বিষয়ে সহকারী প্রক্টর হুমায়ূন কবির বলেন, বুধবার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের দুইজন উপউপাচার্য, প্রক্টর, বিভাগীয় সভাপতি এবং অন্য শিক্ষকরা শিক্ষার্থীদের অনশন ভাঙানোর চেষ্টা করলেও শিক্ষার্থীরা তাতে সম্মত হননি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ