রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
কিশোরগঞ্জ-১ আসনে দেয়াল ঘড়ির প্রার্থীর গণসংযোগ অব্যাহত হাতপাখা না থাকা ৩২ আসনে যা করবে ইসলামী আন্দোলন পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক

দুর্গাপুরে শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দুর্গাপুর (নেত্রকোনা) থেকে> নেত্রকোনার দুর্গাপুরে পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের ধাক্কায় চারজন নিহতের ঘটনায় পৌরশহরের প্রধান সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। সোমবার (২ মার্চ) সকাল থেকেই তারা ‍এ সড়ক অবরোধ করে রাখে।

এ নিয়ে আজ সকাল থেকেই পৌর শহরের বিভিন্ন মোড়ে মোড়ে স্কুল কলেজের শিক্ষার্থী, স্থানীয় ব্যবসায়ীগণ নিরাপদ সড়কের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাস্তায় নেমে শান্তিপ‍ূর্ণভাবে অবরোধ কর্মসূচী পালন করায় স্থানীয় ব্যবসায়ীগণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সোমবার সকাল থেকেই দোকানপাট বন্ধ রাখেন।

ফলে দুরপাল্লার সকল বাস, ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রী সাধারণ পড়েছে চরম বিপাকে। অপরদিকে অবরোধ চলাকালীন সময়ে ঘাটের শ্রমিকগণ শিক্ষার্থীদের মারধর করে ছত্রভঙ্গ করার সময় পাঁচজনকে পিটিয়ে আহত করে।

জানা যায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে দুর্গাপুরের কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজন শিক্ষার্থী নিহত হওয়ায় নিরাপদ সড়কের দাবিতে দ্বিতীয় দিনের মতো শান্তিপ‍ূর্ণভাবে অবরোধ কর্মসুচী পালন করছিলাম। এরই মধ্যে বালুঘাটের ইজারাদারদের নির্দেশে ঘাটের শ্রমিকদের দিয়ে আমাদের উপর অতর্কিত লাঠিসোটা দিয়ে আমাদের উপর হামলা চালালে পাচঁজন শিক্ষার্থী আহত হয়।

আমাদের উপর হামলা কেন? এর সঠিক বিচারসহ ৮ দফা দাবি জানান শিক্ষার্থীরা। দাবির মধ্যে অবিলম্বে বালু ইজারা বন্ধ, ট্রাক চলাচলে বাইপাস রাস্তা নির্মাণ সহ নিরাপদ সড়কের নিশ্চয়তা প্রদান বিষয়ে ৫ দফা দাবি না মানা পর্যন্ত রাস্তায় অবরোধ চালিয়ে যাবেন বলে জানান তারা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তেজিত শিক্ষার্থীরা সড়ক অবরোধসহ সকল প্রকার যোগাযোগ বন্ধ করে রাখে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ