রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
কিশোরগঞ্জ-১ আসনে দেয়াল ঘড়ির প্রার্থীর গণসংযোগ অব্যাহত হাতপাখা না থাকা ৩২ আসনে যা করবে ইসলামী আন্দোলন পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক

কিশোরগঞ্জে সাদপন্থীদের ইজতেমা বন্ধ করল প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদের তীরে ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের ইজতেমা বন্ধ করল প্রশাসন।

মঙ্গলবার (৩ মার্চ) জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরে আগামী ৫ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত কিশোরগঞ্জ জেলা ইজতেমা বাস্তবায়নের লক্ষে মাওলানা সা’দ কান্ধলভীর অনুসারীদের আয়োজনে এই জেলা ইজতেমার প্রস্ততি চলছিল।

তবে কিশোরগঞ্জের ওলামায়ে কেরাম ইজতেমা বন্ধের দাবিতে মঙ্গলবার সকাল থেকে  প্রতিবাদ সম্মেলন করে। কিশোরগঞ্জ ইমাম ও উলামা পরিষদের আয়োজনে এ প্রতিবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বক্তব্য রাখেন পরিষদের সভাপতি মাওলানা শফিকুর রহমান জালালাবাদী, সহসভাপতি ও জামিয়ার মহাপরিচালক মাওলানা শাব্বির আহমেদ রশিদ, সাধারণ সম্পাদক মাওলানা আবুল বাশার, জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইমদাদুল্লাহ, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আনজার শাহ তানীম, মাওলানামোহাম্মদ উল্লাহ জামী, বাজিতপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আঃ সাত্তার, প্রিন্সিপাল মাওলানা জাহাঙ্গীর, কিশোরগঞ্জ তাবলিগ মারকাযের মুরুব্বী মাওলানা উবায়দুল্লাহ ফারুক,আখরাবাজার মদনী মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব,মাও শেরজাহান প্রমুখ।

সম্মেলন চলাকালে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের সাথে স্বাক্ষাত করলে জেলা প্রশাসক পাকুন্দিয়ার ইজতেমা হবে না বলে আশ্বস্ত করেন।

জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরে ইজতেমা হচ্ছে না।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ