রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
কিশোরগঞ্জ-১ আসনে দেয়াল ঘড়ির প্রার্থীর গণসংযোগ অব্যাহত হাতপাখা না থাকা ৩২ আসনে যা করবে ইসলামী আন্দোলন পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক

মুজিব বর্ষ উপলক্ষে কওমি মাদারাসার শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুজিব বর্ষ উপলক্ষে শেরপুর জেলায় ১০০ ফ্রিল্যান্সার তৈরীর উদ্যোগে কওমি মাদারাসার শিক্ষার্থীদের আইটিতে সম্পৃক্তকরণ প্রকল্পের আওতায় ৯০ দিনব্যাপী বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার সকালে জেলা প্রশাসনের তুলশীমালা সম্মেলন কক্ষে আয়ােজিত ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

তিনি মাদরাসা শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণের বিষয়টিকে স্বাগত জানিয়ে বলেন, এটি খুবই ভালাে উদ্যোগ। মাদরাসার  ছাত্ররা শুধু ইমামতি বা শিক্ষকতা ছাড়াও যাতে প্রযুক্তিগত বিষয়ে দক্ষ হয়ে স্বাবলম্বী হতে পারেন-এটিই এ প্রকল্পের উদ্দেশ্য। এজন্য জেলা প্রশাসন সব ধরনের সহযােগিতা করবে।

এ প্রশিক্ষণে ১২০ জন শিক্ষার্থী মাদারাসা অংশ নিচ্ছে। প্রশিক্ষণে কম্পিউটার বেসিক, গ্রাফিক্স ডিজাইন ও ওয়েব ডিজাইন- এ তিনটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রকল্পের প্রশিক্ষক হাফেজ মােঃ মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খােকন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাদিক আল সাফিন, আইসিটি মন্ত্রণালয়ের আইটি প্রােগ্রামার মারজিয়া, তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদরাসার মাহতামিম মাওলানা সিদ্দিক আহমাদ, শিক্ষা সচিব মাওলানা মােঃ হযরত আলী, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমানসহ বিভিন্ন মাদারাসর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ