বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭

শিরোনাম :
নিউমার্কেট এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে, যান চলাচল শুরু ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিচ্ছে যেসব মুসলিম দেশ আলেমদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য ব্যারিস্টার আরমানের, সমালোচনার ঝড় ওয়ার্ড জামায়াত সেক্রেটারি যোগ দিলেন ইসলামী আন্দোলনে ভোটের তিন বাক্স, ইসলামপন্থীদের প্রত্যাশার প্রতিফলন কতটা ঘটবে? ইনসাফপূর্ণ রাষ্ট্র বিনির্মাণে জমিয়ত মিরপুর জোনের সুধী সমাবেশ কামিল পরীক্ষায় অসদুপায়ে ৩৬ শিক্ষার্থী বহিষ্কার, ১১ কেন্দ্র সচিবকে সতর্কতা হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করলেন তারেক রহমান ১২ তারিখ খেজুর গাছের মহাবিপ্লব ঘটবে ইনশাআল্লাহ: মুফতি মনির কাসেমী ৫৯ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি

‘আমাদের ভবিষ্যত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নারীরা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়েব এরদোগান নিজের ওয়েবসাইটে বলেন ‘নারীরা মানবতার ক্ষেত্রে আমাদের প্রথম শিক্ষক। তাদের ত্যাগ, প্রচেষ্টা, ভালবাসা এবং তাদের সংগ্রামের মাধ্যমে আমাদের ভবিষ্যত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

প্রতিবছরের মার্চ মাসের অষ্টমীতে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে শনিবার তুর্কি রাষ্ট্রপতির ওয়েবসাইটে নারীদের অভিনন্দন বার্তায় তিনি এ কথা বলেন।

এরদোগান আরো বলেন, নারীরা পরিবার ও সমাজের মেরুদণ্ড। এই বিবেচনা করেই আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার পথে সামাজিক জীবনের সব ক্ষেত্রে তাদের ভূমিকা বাড়ানো অত্যন্ত গুরুত্ব বহন করে।

তিনি এটাও বলেন যে, এই ধারণা থেকে আমরা আমাদের মহিলাদের শিক্ষাক্ষেত্রে সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে চলেছি। কর্মজীবনে তাদের অবস্থান বাড়ানো, স্বাস্থ্য পরিষেবাগুলিতে তাদেরকে নিযুক্ত করে উপকৃত হওয়া, বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থায় তাদের অংশগ্রহণ এবং কার্যকর প্রতিনিধিত্বও বৃদ্ধি করা দরকার।

তিনি আরো বলেন, শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে বাণিজ্য এবং রাজনীতি পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রেই নারীরা যেন তাদের মতামত প্রকাশ করতে সক্ষম হয় সুষ্ঠু ব্যবস্থা করা। যাতে তারা তাদের সব সমস্যা প্রকাশ করতে পারে। সমাধানের জন্য পরামর্শ নিতে পারে এবং সমাজে নেতৃত্বের ভূমিকা পালন করতে পারে।

তুর্কি প্রেস অবলম্বনে ফয়জুর রহমান শেখ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ