আওয়ার ইসলাম: সৌদি আরবে করোনাভাইরাসের দ্রুত সম্প্রসারণের কারণে সৌদি কর্তৃপক্ষ শিয়া অধ্যুষিত কাতিফ অঞ্চলটি অবরুদ্ধ করে দিয়েছে বলে জানা গেছে।
বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি আজ রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এ কথা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, নতুন করে আক্রান্ত ১১ জনই কাতিফ এলাকার বাসিন্দা। তাই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে, আপাতত এলাকাটিতে প্রবেশ ও বহির্গমন বন্ধ থাকবে।
সৌদি আরবের পার্শ্ববর্তী শিয়া অধ্যুষিত দেশ ইরানে গত ২৪ ঘণ্টায় আরো ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৪ জনে।
করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে থাকা ইউরোপীয় দেশ ইতালি তাদের উত্তরাঞ্চলীয় কয়েকটি এলাকার প্রায় ১৬ মিলিয়ন লোককে কোয়ারেন্টাইনে রাখার খবরের পরই সৌদি আরবের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেয়া হলো।
ইতালিই ইউরোপের সবচেয়ে বেশি করোনাভাইরাস ছড়িয়ে পড়া দেশ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৪৭ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরো ৩৬ জনের। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩৩-এ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এ ভাইরাসের দ্রুত ছড়িয়ে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে, কাতারে নতুন করে আরো তিনজন আক্রান্তের খবর পাওয়া গেছে। এ নিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫।
এছাড়া, করোনাপ্রবণ দেশ থেকে ফেরা ব্যক্তিদের নিজস্ব উদ্যোগে আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছে রাশিয়া। আর তা না করলে গ্রেফতারের হুমকিও দেয়া হয়েছে। রোববারের এ নির্দেশে বলা হয়, নির্দেশ অমান্যকারীদের পাঁচ বছর পর্যন্ত সাজা হতে পারে। সূত্র: আলজাজিরা, আল আরাবিয়া
-এটি