বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭

শিরোনাম :
নিউমার্কেট এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে, যান চলাচল শুরু ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিচ্ছে যেসব মুসলিম দেশ আলেমদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য ব্যারিস্টার আরমানের, সমালোচনার ঝড় ওয়ার্ড জামায়াত সেক্রেটারি যোগ দিলেন ইসলামী আন্দোলনে ভোটের তিন বাক্স, ইসলামপন্থীদের প্রত্যাশার প্রতিফলন কতটা ঘটবে? ইনসাফপূর্ণ রাষ্ট্র বিনির্মাণে জমিয়ত মিরপুর জোনের সুধী সমাবেশ কামিল পরীক্ষায় অসদুপায়ে ৩৬ শিক্ষার্থী বহিষ্কার, ১১ কেন্দ্র সচিবকে সতর্কতা হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করলেন তারেক রহমান ১২ তারিখ খেজুর গাছের মহাবিপ্লব ঘটবে ইনশাআল্লাহ: মুফতি মনির কাসেমী ৫৯ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি

করোনায় আক্রান্ত দেশের সংখ্যা বেড়ে ১০২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে প্রতিনিয়ত নতুন করে আক্রান্ত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। এরই মধ্যে করোনা ভাইরাসে ১০১টি দেশে আক্রান্তের খবর জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংখ্যা (ডব্লিউএইচও)। তবে বিকালে বাংলাদেশেও তিনজন করোনা আক্রান্তের বিষয় নিশ্চিত হওয়ার পর আক্রান্ত দেশের সংখ্যা দাঁড়ালো ১০২।

আজ রোববার সকাল পর্যন্ত ১০১টি দেশের বিভিন্ন অঞ্চল কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে সংবাদ সংস্থা সিনহুয়াকে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ফাদেলা ছাইব।

তিনি আরো বলেছেন, এ সময় পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ ৫ হাজার ৪২৭ জন এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৩ হাজার ৫৮৩ জন।

এদিন সন্ধ্যা পর্যন্ত দেওয়া এক বিবৃতিতে ডব্লিউএইচও জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা যেখানে এক লক্ষ ছড়িয়েছে, সেখানে এই রোগটির বিস্তার সরাসরি বন্ধ করা কঠিন। তবে ভাইরাসটির বিস্তার ধীরে ধীরে কমিয়ে আনা যেতে পারে।

সংস্থাটি আরও জানিয়েছে, চীনসহ বিভিন্ন দেশের দেওয়া তথ্যমতে সঠিক নিয়ম মেনে চললে ভাইরাসটি বিস্তার কমিয়ে আনা সম্ভব। এজন্য সামাজিক রাষ্ট্রীয়ভাবে কাজ করতে হবে।

অসুস্থ ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করতে হবে, তাদের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে, প্রয়োজনীয় সংখ্যক হাসপাতাল প্রস্তুত রাখতে হবে এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিতে হবে। এছাড়াও যোগাযোগের ক্ষেত্রে দেওয়া নিয়ম কানুনও মেনে চলতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ