বেলায়েত হুসাইন।।
বিশ্ব নারী দিবস উপলক্ষে অধিকৃত কাশ্মীরের ওপর ভারত সরকারের নিপীড়ন প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করেছে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ১৯৮৯ সাল থেকে এ পর্যন্ত কয়েক হাজার কাশ্মীরি নারীকের হত্যা করেছে ভারতীয় বাহিনী।
আজ রোববার গণমাধ্যমে প্রেরিত ওই বিবৃতিতে পাকিস্তান পররাষ্ট্র দফতরের তরফ থেকে অসহায় কাশ্মীরি নারীদের প্রতি স্যালুট জানিয়ে বলা হয়েছে, জালিমদের অকথ্য নির্যাতন সত্ত্বেও কাশ্মীরি নারীরা তাদের পুরুষের সঙ্গে নিজেদের স্বাধীনতা সংগ্রামকে বাঁচিয়ে রেখেছে। হার না মানা এসব নারীদের প্রতি পাকিস্তানের পক্ষ থেকে সালাম।
পাক পররাষ্ট্র দফতর জানায়, এ পর্যন্ত ভারতীয় বাহিনীর হাতে শহীদ হওয়া ৯৫ হাজার কাশ্মীরির মধ্যে কয়েক হাজার নারীও শামিল রয়েছে। যারা নিজ মাতৃভূমির স্বাধীনতা অর্জন করতে গিয়ে রক্ত বিলিয়েছেন এবং শাহাদাত বরণ করেছেন। ২০০১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ভারতীয় বাহিনীর হাতে নিহত কাশ্মীরি নারীর সংখ্যা অন্তত ৬৭১ জনে দাঁড়িয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, ভারত সরকারের নিপীড়নের ফলে কমপক্ষে ২২ হাজার কাশ্মীরি নারীর বিধবা হওয়ার ঘটনা ঘটেছে। ১১ হাজার ১ শো ৭৯ জন নারী ধর্ষিতা হয়েছেন এবং প্রচুরসংখ্যক নারীর স্বামীর গুম হয়েছে।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতীয় সেনাবাহিনীর প্যালেট গুলি বর্ষণের ফলে কয়েকশো শিশু প্রাণ হারিয়েছে এবং দৃষ্টিশক্তি হারিয়েছে অসংখ্য মানুষ। এখনো কয়েকশো কাশ্মীরি নারী ভারতের কারাগারে বন্দী রয়েছেন বলে পাকিস্তান দাবি করছে।
ডেইলি জং অবলম্বনে বেলায়েত হুসাইন
-এটি