আবদুল্লাহ তামিম: সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটিতে করোন ভাইরাসে নতুন করে ৪ জন আক্রান্ত হওয়ার ঘোষণা দিয়েছে। সে হিসেবে সৌদি আরবে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ তে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ আজ রোববার এ খবর জানিয়েছে।
সূত্রমতে জানা যায়, গত ২৫ জানুয়ারি সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি হাসপাতালে কর্মরত এক ভারতীয় নার্স সর্বপ্রথম ভাইরাসে আক্রান্ত হয়। এরপর একে একে ১১ জন আক্রান্ত হয়েছে দেশটিতে।
আজ শনাক্ত হওয়া চার জন রোগীর মধ্যে তিন জন ইরান থেকে এসেছেন। তারা ইরানের করোনা আক্রান্ত একজনের সংস্পর্শে থেকে এসেই আক্রান্ত হয়েছে বলে জানা যায়।
এসপিএর প্রতিবেদনে আরও বলা হয়, অন্য আরেকজন ইরান সফরে গিয়েছেন, কিন্তু এ বিষয়টি প্রকাশ করেননি তিনি।
আল-আরাবিয়া থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ