আওয়ার ইসলাম: হোলির আগে ফের উত্তপ্ত কাশ্মীর উপত্যকা। নিরাপত্তারক্ষীদের গুলিতে ঝাঁঝরা হলো ২ কাশ্মীরির দেহ।
আজ সোমবার ভোররাতেই দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হয়েছে দুই জন। জানা যায়, তাদেরকে জঙ্গি আখ্যা দিয়ে হত্যা করা হয়।
জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালানো হয় সোপিয়ানের রিবেন এলাকায়। নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হয় তারা। বাঁচার জন্য গুলি ছুড়ছিল তারাও। দু’পক্ষের সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। তবে কোনও নিরাপত্তারক্ষীর আঘাত বা হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্রে আরো জানা যায়, মৃতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে এখনও জারি রয়েছে অপারেশন। ওই এলাকায় আর কোনও স্বাধীনতাকামী লুকিয়ে রয়েছে কিনা তার খোঁজে চলছে তল্লাশি। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা রিবেন গ্রামে।
জানা যায়, সোমবার ভোররাতে রিবেন গ্রামে তল্লাশি চালাচ্ছিল ১ এবং ৪৪ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ ও স্পেশাল অপারেশন গার্ডের যৌথবাহিনী। সূত্র: দ্যা ওয়াল
-এটি