আওয়ার ইসলাম: মার্কিন সামরিক বাহিনীর কমান্ডার এবং ইউরোপের বেশ কয়েকজন কর্মকর্তা কয়েকদিন আগে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর এক ঘোষণায় এ সংবাদ প্রকাশ করা হয়েছে।
গতকাল সোমবার এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী বলেছে, মার্কিন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ক্রিস্টোফার কুলি নিজ স্বাস্থ্যের দিকে নজর রাখছেন। বর্তমানে তিনি দূরবর্তী অবস্থান থেকে নিজের দায়িত্ব পালন করছেন।
এক আমেরিকান কর্মকর্তা 'রাইটার্স' বার্তা সংস্থাকে জানান, জার্মান শহর উইসবাডেনে গত সপ্তাহে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে সামরিক বাহিনীর নেতারাও উপস্থিত ছিলেন।
এই কর্মকর্তার মতে, সংবাদ সম্মেলনে অংশ নেওয়া একজন বিদেশি লোকের করোনা ভাইরাসে আক্রান্ত থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে।
অন্যদিকে, মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্য ডগ কলিন্স সোমবার এক বিবৃতিতে ঘোষণা করেছেন যে তিনি সামরিক কমান্ডারের মেডিকেল নোটিস পর্যবেক্ষণ করেছেন। কলিন্সের মতে যদিও তিনি করোনার ভাইরাসের কোনো লক্ষণ দেখেন নি। তবে মার্কিন কমান্ডার ফেব্রুয়ারির শেষের দিকে একজনের সাথে সাক্ষাত করেছিলেন। পরে জানা গেছে ঐ ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলো।
আল-আরাবিয়া অবলম্বনে আব্দুর রহমান শরীয়তপুরী
-এটি