বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭

শিরোনাম :
নিউমার্কেট এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে, যান চলাচল শুরু ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিচ্ছে যেসব মুসলিম দেশ আলেমদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য ব্যারিস্টার আরমানের, সমালোচনার ঝড় ওয়ার্ড জামায়াত সেক্রেটারি যোগ দিলেন ইসলামী আন্দোলনে ভোটের তিন বাক্স, ইসলামপন্থীদের প্রত্যাশার প্রতিফলন কতটা ঘটবে? ইনসাফপূর্ণ রাষ্ট্র বিনির্মাণে জমিয়ত মিরপুর জোনের সুধী সমাবেশ কামিল পরীক্ষায় অসদুপায়ে ৩৬ শিক্ষার্থী বহিষ্কার, ১১ কেন্দ্র সচিবকে সতর্কতা হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করলেন তারেক রহমান ১২ তারিখ খেজুর গাছের মহাবিপ্লব ঘটবে ইনশাআল্লাহ: মুফতি মনির কাসেমী ৫৯ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি

ইরানকে ওষুধ আমদানি করতে ‘দিচ্ছে না’ যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওষুধ আমদানিতে বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র এমনটাই অভিযোগ ইরানের। দেশটির তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে বলেছেন, ওয়াশিংটন একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে।

ওষুধ আমদানির ক্ষেত্রে তেহরান কোনও সীমাবদ্ধতার মুখে পড়ছে না বলে তারা যে দাবি করছে তা বড় ধরনের মিথ্যাচার। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

আজ মঙ্গলবার (১০ মার্চ) সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। বিজান নামদার জাঙ্গানে বলেন, ইরানের তেল ও তেলজাত পণ্য, আয়রন ও কপারসহ বিভিন্ন ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞার পাশাপাশি ওষুধ আমদানিতেও বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানিরা এ কঠিন সময়ের কথা কখনও ভুলবে না।

তিনি আরও বলেন, ইরান এখন করোনা ভাইরাস মোকাবেলা করছে। একটি কঠিন সময় যাচ্ছে। এরপরও মার্কিন বিদ্বেষমূলক আচরণের অবসান ঘটছে না। তারা বর্তমান পরিস্থিতিতেও অন্যায় আচরণ অব্যাহত রেখেছে।

বর্তমান পরিস্থিতিতে মার্কিন পদক্ষেপে দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমেরিকা ইরানি জনগণের জন্য অত্যন্ত কঠিন পরিস্থিতি তৈরি করেছে। আমরা ভবিষ্যতে বিষয়টি আন্তর্জাতিক আদালতে উত্থাপন করবো।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা অর্থনৈতিক সন্ত্রাসবাদের পাশাপাশি চিকিৎসা খাতেও সন্ত্রাসবাদ শুরু করেছে। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা কাম্য নয়।

টুইটারে দেয়া পোস্টে জাওয়াদ জারিফ বলেন, ইরানি জনগণ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে। আর তেহরান যাতে এই প্রাণঘাতী রোগ মোকাবিলা করতে না পারে সেজন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‌ইরানের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা জোরদার করেছেন। এর ফলে ইরান করোনা ভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ও ওষুধ আমদানি করতে পারছে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ