আওয়ার ইসলাম: ‘মদ করোনাকে দূরে রাখে, মদ পান করলে করোনা ভাইরাসের ঝুঁকি কমে’ এমন ধারণা বিশ্বাস করে ইরানে প্রাণ হারালেন ২৭ জন। মিথানলের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এবিসি নিউজ।
ইরানের তেহরানের এক হাসপাতালের কর্মকর্তা বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে হাসপাতালে বিষাক্ত মদ পানে অসুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
শাহিন শাদনিয়া নামের ওই কর্মকর্তা ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজকে বলেছিলেন যে, কিছু ক্ষেত্রে মিথানল সমৃদ্ধ বিষাক্ত অ্যালকোহল পান রোগীদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। মিথানল আমাদের পান করছেন অনেকেই। আর অতিরিক্ত মিথানলই তাদের মৃত্যু কারণ হয়ে দাঁড়াচ্ছে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানে ১৯৭৯ সালে অ্যালকোহলিক স্পিট, ওয়াইন এবং বিয়ার পান নিষিদ্ধ করা হয়েছে। তবুও দেশটির অনেক লোক নিয়মিত ভদকা এবং অন্যান্য মদ পান করে থাকেন। তারা এগুলো বাড়িতে কিংবা গোপনে পান করে থাকেন।
-এটি