বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭

শিরোনাম :
নিউমার্কেট এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে, যান চলাচল শুরু ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিচ্ছে যেসব মুসলিম দেশ আলেমদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য ব্যারিস্টার আরমানের, সমালোচনার ঝড় ওয়ার্ড জামায়াত সেক্রেটারি যোগ দিলেন ইসলামী আন্দোলনে ভোটের তিন বাক্স, ইসলামপন্থীদের প্রত্যাশার প্রতিফলন কতটা ঘটবে? ইনসাফপূর্ণ রাষ্ট্র বিনির্মাণে জমিয়ত মিরপুর জোনের সুধী সমাবেশ কামিল পরীক্ষায় অসদুপায়ে ৩৬ শিক্ষার্থী বহিষ্কার, ১১ কেন্দ্র সচিবকে সতর্কতা হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করলেন তারেক রহমান ১২ তারিখ খেজুর গাছের মহাবিপ্লব ঘটবে ইনশাআল্লাহ: মুফতি মনির কাসেমী ৫৯ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি

ভারতীয় ক্যান্সার আক্রান্ত এক শিশুর ইচ্ছা পূর্ণ করলেন দুবাইয়ের আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুবাইয়ের আমির হামদান বিন মুহাম্মদ বিন রাশেদ আল মাকতুম ক্যান্সার আক্রান্ত ভারতীয় এক শিশুর সাথে সাক্ষাৎ করেছেন।

আল আরাবিয়ার বরাতে জানা যায় ক্যান্সার আক্রান্ত ভারতীয় ৭ বছরের শিশু মুহাম্মদ আব্দুল্লাহ তার জীবনের শেষ ইচ্ছে হিসেবে দুবাইয়ের আমিরকে দেখার কথা জানিয়ে দুবাইয়ের আমিরের কাছে একটি বার্তা পাঠায়।

শিশু আব্দুল্লাহ তার বার্তায় জানায়, সে দুবাইয়ের আমিরকে নিজের জীবনের হিরো মনে করে,সাথে সাথে তাকে আইডল মানে। দুবাইয়ের আমিরের ঘোড়সওয়ারী খেলাসহ অন্যান্য বিনোদন মূলক কার্যক্রম তার বেশ পছন্দ।এবং সে ইনস্টারগ্রাম ও ইউটিউবে দুবাইয়ের প্রিন্সের খেলাগুলোর নিয়মিত দর্শক।

আব্দুল্লাহর বার্তা পাওয়ার সাথে সাথেই দুবাইয়ের আমির তার ইচ্ছেকে স্বাগত জানায়। দুবাইয়ের আমিরের পক্ষ থেকে আব্দুল্লাহর ইচ্ছেকে সমীহ করায় সে আমিরের প্রতি বিশেষ কৃতজ্ঞ বলে জানিয়েছে।

আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহ হুসাইন জানান দু' মাস পূর্বে তার ছেলের ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তাররা জানিয়েছেন, বর্তমানে আব্দুল্লাহর শরীরে তৃতীয় স্তরের ক্যান্সার অবস্থান করছে। তাই আব্দুল্লাহকে বাঁচাতে এখন চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। ইস্কুল জীবনের শুরু থেকেই ঘোড়া আব্দুল্লাহর খুব পছন্দের। ভবিষ্যতে দক্ষ ঘোড়সওয়ার হওয়া তার স্বপ্ন।

দুবাইয়ের আমিরের এই সৌজন্যমূলক সাক্ষাতে ভারতীয় শিশু আব্দুল্লাহ ও তার বাবা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আমিরের সাথে সাক্ষাতের মুহুর্তের ব্যাপারে আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহ হুসাইন বলেন চোখের সামনের মানুষটি দুবাইয়ের আমির তা আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল।

আল আরাবিয়া আরবি থেকে জুলফিকার জাহিদের অনুবাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ