আওয়ার ইসলাম: মিয়ানমার সেনাবাহিনীর ২০ সদস্যকে আটক করার দাবি করেছে আরাকান আর্মি।
মিয়ানমারের গণমাধ্যম ইরাবতি অনলাইনের বরাতে জানা যায়, আটক সেনাসদস্যদের মধ্যে এক জন ব্যাটেলিয়ন কমান্ডারও রয়েছেন।
আরাকান আর্মি জানায়, মিয়ানমারের কিয়াকতাও ও পালেতওয়া টাউনশিপের মধ্যকার সীমান্তে থাকা কালাদান নদীর পূর্ব দিকে মন্ত থঅন পিইন গ্রামে যুদ্ধের পর তারা সরকারি সেনাদের আটক করে।
আরাকান আর্মির তথ্য কর্মকর্তা খাইঙ থুখা জানায়, এই ব্যাটালিয়নটি মঙ্গলবার এসেছিল চিন রাজ্যের মিওয়া হিলটপ চৌকির শক্তি বৃদ্ধি করতে। প্রচণ্ড লড়াইয়ের পর ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল থেট নাইঙ ওওসহ ২০ সৈন্যকে আটক করেছে তারা।
খাইঙ থুখা আরও জানান, আরাকান আর্মি আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সামরিক সদস্যদের আটক রাখবে। এছাড়া ২০ জনের বেশি মিয়ানমার সেনাসদস্যের লাশ পড়ে থাকতে দেখা গেছে। এসময় তাদের সাথে অস্ত্র ও গোলাবারুদও ছিল।
মিয়ানমার সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন বুধবার ইরাবতীকে বলেন, আরাকান আর্মির হামলার পর তারা তাদের সৈন্যদের সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছে। তারা যোগাযোগ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
-এটি