বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭

শিরোনাম :
নিউমার্কেট এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে, যান চলাচল শুরু ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিচ্ছে যেসব মুসলিম দেশ আলেমদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য ব্যারিস্টার আরমানের, সমালোচনার ঝড় ওয়ার্ড জামায়াত সেক্রেটারি যোগ দিলেন ইসলামী আন্দোলনে ভোটের তিন বাক্স, ইসলামপন্থীদের প্রত্যাশার প্রতিফলন কতটা ঘটবে? ইনসাফপূর্ণ রাষ্ট্র বিনির্মাণে জমিয়ত মিরপুর জোনের সুধী সমাবেশ কামিল পরীক্ষায় অসদুপায়ে ৩৬ শিক্ষার্থী বহিষ্কার, ১১ কেন্দ্র সচিবকে সতর্কতা হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করলেন তারেক রহমান ১২ তারিখ খেজুর গাছের মহাবিপ্লব ঘটবে ইনশাআল্লাহ: মুফতি মনির কাসেমী ৫৯ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি

করোনাভাইরাস: মোদি-ইমরানের একসঙ্গে লড়ার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে এখন সর্বত্রই আতঙ্ক বিরাজ করছে। দক্ষিণ এশিয়াতেও ছড়িয়ে পড়েছে রহস্যময় এই ভাইরাস।

পরিস্থিতি বিবেচনায় প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাতে সম্মতি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

গতকাল শুক্রবার (১৩ মার্চ) করোনা মোকাবিলায় সার্কভূক্ত দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মোদি। আর শনিবার (১৪ মার্চ) মোদির আহ্বানে সম্মতি জানালেন ইমরান খান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শনিবার সকালে দেওয়া এক বার্তায় ওই মুখপাত্র বলেছেন, মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবিলায় আঞ্চলিক এবং বৈশ্বিকভাবে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রী ইমরান খান।

এজন্য করোনা মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবে সাড়া দিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নিজের স্বাস্থ্য বিষয়ক একজন বিশেষ সহকারীকে দায়িত্ব দিয়েছেন তিনি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র আরও বলেছেন, করোনা ভাইরাসের হুমকি মোকাবিলার জন্য সমন্বিত আঞ্চলিক এবং বৈশ্বিক প্রচেষ্টা দরকার। এই ইস্যুতে সার্কভূক্ত দেশগুলোর ভিডিও কনফারেন্সে অংশ নেবেন পাক প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য সহকারী।

ওই মুখপাত্র জানান, প্রতিবেশী দেশগুলোকে সহায়তা করতে প্রস্তুত আছে পাকিস্তান। করোনা ভাইরাস ইস্যুতে প্রধানমন্ত্রী ইমরান খান ইতোমধ্যে জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে জরুরি বৈঠক করেছেন।

উল্লেখ্য, উৎপত্তিস্থল চীনের সীমা অতিক্রম করে এর মধ্যে অন্তত ১২৫টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। সারা বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের ইতোমধ্যে ৫ হাজার ছাড়িয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ