বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭

শিরোনাম :
নিউমার্কেট এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে, যান চলাচল শুরু ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিচ্ছে যেসব মুসলিম দেশ আলেমদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য ব্যারিস্টার আরমানের, সমালোচনার ঝড় ওয়ার্ড জামায়াত সেক্রেটারি যোগ দিলেন ইসলামী আন্দোলনে ভোটের তিন বাক্স, ইসলামপন্থীদের প্রত্যাশার প্রতিফলন কতটা ঘটবে? ইনসাফপূর্ণ রাষ্ট্র বিনির্মাণে জমিয়ত মিরপুর জোনের সুধী সমাবেশ কামিল পরীক্ষায় অসদুপায়ে ৩৬ শিক্ষার্থী বহিষ্কার, ১১ কেন্দ্র সচিবকে সতর্কতা হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করলেন তারেক রহমান ১২ তারিখ খেজুর গাছের মহাবিপ্লব ঘটবে ইনশাআল্লাহ: মুফতি মনির কাসেমী ৫৯ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি

করোনা: সৌদিতে জুমার নামাজ ও জামাত নিয়ে শীর্ষ আলেমদের ৩ সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের হুবেই প্রদেশের উহানে সৃষ্ট করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। প্রাণঘাতী এই ভাইরাস থেকে বাঁচতে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন ধর্মীয় নেতারা। করোনা শিকার অনেক মুসলিম দেশও এ মহামারি সামাল দিতে হিমশিম খাচ্ছে। বিভিন্ন দেশে মসজিদ বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে।

এদিকে সৌদি আরবে  সাময়িকভাবে বন্ধ আছে পবিত্র ওমরাহ। মহামারী ও তার বিস্তারের আশঙ্কায় জুমা ও জামাতে নামাজের ব্যাপারে সৌদি আরবের শীর্ষ আলেমরা ৩টি সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার রাজধানী রিয়াদে এক অধিবেশনে তারা এসব সিদ্ধান্ত নিয়েছে। রিয়াদে অনুষ্ঠিত শীর্ষ আলেমদের কাউন্সিলের ২৪ তম বিশেষ অধিবেশন ছিল এটি।

সৌদি সরকারি সংবাদ সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, অধিবেশনে মহামারি ও তার বিস্তারের আশঙ্কায় শুক্রবারের জুমা ও জামাতে নামাজ আদায় না করার বৈধতা সংক্রান্ত মাসআলা উপস্থাপন করা হয়।

এতে ইসলামি শরিয়তের বিধান, উদ্দেশ্য, রীতিনীতি এবং এই বিষয়ে প্রজ্ঞাবান আলেমদের বক্তব্যের ওপর ভিত্তি করে, শীর্ষ আলেমদের কাউন্সিল গুরুত্বপূর্ণ ৩টি সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

সিদ্ধান্তগুলো হলো- 

১. মহামারিতে আক্রান্তদের জন্য শুক্রবার জুমা নামাজ এবং জামাতে নামাজ পড়া নিষিদ্ধ।

২. যদি কর্তৃপক্ষ নির্দিষ্ট ব্যক্তির ব্যাপারে আলাদা থাকার সিদ্ধান্ত প্রদান করে; তাহলে সে তা মেনে চলতে বাধ্য থাকবে। সে জামাতে নামাজ ও জুমার নামাজ পড়বে না বরং নিজ বাড়িতে বা কোনো পৃথক জায়গায় নামাজ পড়বে।

৩. যদি কেউ  আশঙ্কা করে যে তার দ্বারা অন্য কারও ক্ষতি হতে পারে অথবা সে কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে; তবে তার জন্য জুমার নামাজ ও জামাতে নামাজ পড়া থেকে বিরত থাকার সুযোগ রয়েছে।

যাদের মাঝে উক্ত কারণগুলো পাওয়া যাবে তারা জুমআর পরিবর্তে যোহরোর চার রাকাআত নামাজ আদায় করবে বলে ঘোষণা দিয়েছে শীর্ষ আলেমদের কাউন্সিল।

উল্লেখ্য, এখন পর্যন্ত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজারে। আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ হাজারের বেশি আক্রান্ত ব্যক্তি।

আল-আরাবিয়া অবলম্বনে আব্দুর রহমান শরীয়তপুরী

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ