বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


তাবলিগসাথীদের মসজিদে অবস্থান, ফজরে কুনুতে নাজেলা পড়ার আহ্বান মালয়েশিয়ান মুফতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

করোনার প্রভাব না কমা পর্যন্ত মালয়েশিয়ায় তাবলিগ সাথীদের মসজিদ থেকে বের না হওয়ার আহ্বান, ফজরের নামাজে কুনুতে নাজেলা পড়ার আহ্বান জানিয়েছেন ড. প্রধান মুফতি আবদুর রহমান ওসমান ।

সম্প্রতি কুয়ালালামপুরের পেটালিং মসজিদে তাবলিগ জামাতের সাথীদের প্রতি এ আহ্বান জানান তিনি। পাহাংয়ের প্রধান মুফতি ড. আবদুল রহমান ওসমান জানান, তাবলিগে সময় লাগানো সাথীদের উচিত ভাইরাস সংক্রমণ কমে আসা পর্যন্ত মসজিদ থেকে বের না হওয়া। যে মসজিদগুলোতে তাবলিগের সাথীরা অবস্থান করছেন, তাদের সরকারীভাবে পরীক্ষা নিরীক্ষা করার বিষয়েও জোড় আহ্বান জানান।

তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী ডা. বাহারি আভাংও মসজিদে মসজিদে তাবলিগের সাথীদের চিকিৎসা সেবা দেয়ার কথা ঘোষণা করেছেন।

প্রধান মুফতি আরো বলেন, যারা আক্রান্ত হয়েছেন, তারা তাদের ঘরে নামাজ আদায় করবেন। মসজিদে না আসলেই সবার জন্য ভালো হবে। তিনি ফতোয়া দিয়ে বলেন মসজিদে যাওয়া থেকে বিরত থাকা জায়েজ রাখা হয়েছে অসুস্থতার জন্য, ব্যথা, ভয় ও ভারী বৃষ্টিপাতের জন্য।

তিনি কুনুতে নাজেলা পড়ারও আহ্বান জানান। ফজরের নামাজের পর পাংয়ের বিভিন্ন এলাকায় এখনই কুনুতে নাজেলা পড়া হচ্ছে বলেও জানান তিনি।

বারনামা থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ