বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


আমাদের একসঙ্গে কাজ করতে হবে, এতেই জনগণের কল্যাণ: সার্ক কনফারেন্সে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পৃথিবীজুড়ে মহামারির আকার নিয়েছে করোনাভাইরাস। ছড়িয়ে পড়া করোনার সংক্রমণ মোকাবিলায় তৎপর বাংলাদেশ। আজকের ভিডিও কনফারেন্সে শেখ হাসিনা বলেন, আমাদের একসঙ্গে কাজ করতে হবে, এতেই জনগণের কল্যাণ।

আজ রোববার দক্ষিণ এশিয়ার সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলি একযোগে কীভাবে মারণ জীবাণুর মোকাবিলা করবে তা নির্ধারণেই বিকেল পাঁচটায় জরুরি বৈঠকে বসে সব দেশ। ভিডিও কনফারেন্সে শুরু হয় এই বৈঠক। আলোচনার শুরুতেই সার্কগোষ্ঠীভুক্ত দেশগুলির উদ্দেশে শেখ হাসিনা বলেন, আমরা একসঙ্গে কাজ করলে আমাদের জনগণের কল্যাণ হবে। এ ভাইরাসের কারণে দেশগুলোর ক্ষতির পরিমাণ কম হবে।

মোদি বলেন, আমাদের সমস্যা একসূত্রে বাঁধা। তাই আতঙ্কিত না হয়ে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে পাকিস্তান এই বৈঠকে অংশ নেবে বলে আগেই জানিয়েছিল ইসলামাবাদ। সেদেশের বিদেশ দফতরের মুখপাত্র অশিয়া ফারুকি জানিয়েছেন, ‘বৈঠকে অংশ নেবেন পাক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক প্রধান উপদেষ্টা তথা মন্ত্রী জাফর মির্জা।’ ইতিমধ্যেই ভারতে করোনা আক্রান্ত সংখ্যা ১০৭টি। রোবাবার ১২টি নতুন আক্রান্তের খবর এসেছে মহারাষ্ট্র থেকে। বাংলাদেশে আক্রান্ত মোট ৫ জন।

গত শুক্রবারই সার্কের সঙ্গে বৈঠকের বিষয়টি জানিয়ে একটি টুইট করেছেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্য এবং সুরক্ষার কথা ভেবে সার্কভুক্ত দেশগুলির সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সার্কভুক্ত ৮’টি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে জরুরি বৈঠক ডাকা হবে। ক্রমশ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মারণ এই ভাইরাসের মোকাবিলায় সবদেশের সঙ্গে আমরা একজোট হয়ে কাজ করতে বদ্ধপরিকর।

উল্লেখ্য, সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলোর মধ্যে ভারতেই করোনা আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত সবথেকে বেশি। এ দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮৪। এরপরই রয়েছে পাকিস্তান। শনিবার পর্যন্ত সে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০। মালদ্বীপে আক্রান্তের সংখ্যা ৮, আপগানিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা ৭, বাংলাদেশে করোনা রোগীর সংখ্যা ৫, শ্রীলঙ্কায় আক্রান্তের সংখ্যা ২, নেপাল ও ভুটানে আক্রান্তের সংখ্যা ১।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ