বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


এবার করোনার প্রভাবে বন্ধ হলো তাজমহল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস রোধের চেষ্টার অংশ হিসেবে বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্থাপনা ভারতের তাজমহল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দর্শকদের জন্য বন্ধ থাকবে। দেশটির পর্যটনমন্ত্রী গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে।

এরই মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল (১.৩ বিলিয়ন মানুষ) দেশ ভারত জুড়ে সিনেমা হল, বেশির ভাগ স্কুল এবং বিনোদনের সুবিধাগুলো বন্ধ হয়ে গেছে।

তাজমহল বন্ধের সিদ্ধান্তের পর সোমবার এক জরুরি বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংক বলছে, এ মহামারির প্রভাবে আর্থিক ক্ষতির পরিমাণ এক ট্রিলিয়ন রুপি বা ১৩.৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

সোমবার গভীর রাতে ভারতের পর্যটনমন্ত্রী প্রহ্লাদ প্যাটেল টুইট করেন, টিকিট কেটে ঢুকতে হয় এমন সব স্মৃতিসৌধ এবং জাদুঘর ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতে এ ভাইরাসে ১১৪ জনের সংক্রমণ এবং দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সারা বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে প্রায় ১ লাখ ৭০ হাজার ৫১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ইতোমধ্যে মারা গেছেন ৬,৬৫২।

গত ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এতে দেশটির ৮০ হাজার ৮৬০ জন আক্রান্ত হয়েছেন। আর তিন হাজার ২১৩ জন মারা গেছেন। এরপর বিশ্বের অন্তত ১১৭টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ