বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


করোনা ভাইরাস: চীনে ব্যাপক হারে বেড়েছে বিবাহ বিচ্ছেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে চীন। এই ভাইরাস সংক্রমণের ভয়ে দেশটিতে ব্যাপক হারে বেড়ে গেছে বিবাহ বিচ্ছেদ। চীনজুড়ে বিয়ে রেজিস্টার অফিসগুলো এই তথ্য জানিয়েছে।

গণমাধ্যম মেইল টুডের বরাত দিয়ে মাইক্রোসফট নিউজ জানায়, সেলফ-আইসোলেশনে (সম্পূর্ণ আলাদা) থাকার সময় সঙ্গীর সঙ্গে বেশি সময় ব্যয় করছেন চীনের বিবাহিত নাগরিকরা। ফলে সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় করোনার বিস্তার ঠেকাতে বিবাহ বিচ্ছেদ বাড়ছে ব্যাপক হারে।

এ সম্পর্কে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের বিয়ে রেজিস্ট্রি ম্যানেজার লি শিজুন জানান, ফেব্রুয়ারি থেকে চীনে বিবাহ বিচ্ছেদের সংখ্যা ব্যাপক হারে বেড়ে গেছে। ২৪ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ৩০০ দম্পতি বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছেন।

চীনা কর্তৃপক্ষ বলছে, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ঘরে পৃথক থাকার সময় সঙ্গীর সঙ্গে বেশি সময় ব্যয় করতে হতো বিবাহিতদের। এ কারণে চীনারা বিবাহ বিচ্ছেদের জন্য উঠে-পড়ে লেগেছে। ফলে এই সংখ্যা ব্যাপক হারে বেড়েছে।

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সানজি প্রদেশের বিয়ে রেজিস্ট্রেশন অফিসগুলো বলছে, করোনা ভাইরাসের কারণে এতদিন বিয়ে রেজিস্ট্রেশনের অফিস বন্ধ ছিল। ১ মার্চ সেগুলো চালু হওয়ার পর থেকে বিবাহ বিচ্ছেদের ধুম পড়েছে। চীনের অনেক প্রদেশের অবস্থাও একই রকম বলে জানিয়েছে তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ