আওয়ার ইসলাম: ঢাকা মহানগরীতে রেস্টুরেন্টগুলো আগামীকাল (মঙ্গলবার) থেকে ইফতারি তৈরি করে বিক্রি করতে পারবেন। কেউ ফুটপাতে কোনো ধরনের ইফতারির পশরা বসিয়ে প্রদর্শণ ও ক্রয়-বিক্রয় করতে পারবে না।
আজ সোমবার ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আবু আশরাফ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নগরবাসী প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট/রেঁস্তোরা থেকে ইফতারি ক্রয় করতে পারবেন। তবে রেস্টুরেন্ট/রেঁস্তোরায় বসে ইফতার গ্রহণ করতে পারবেন না।
ইফতারি বিক্রেতা এবং ক্রেতা সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। উদ্ভুত এ সংকট মোকাবেলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
-এটি