বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


অবশেষে কিট পরীক্ষার অনুমতি পেল গণস্বাস্থ্য কেন্দ্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবশেষে নিজেদের উদ্ভাবিত কিটের সক্ষমতা যাচাইয়ের অনুমতি পেল গণস্বাস্থ্য কেন্দ্র। আজ বৃহস্পতিবার জাতীয় ওষুধ প্রশাসনের পক্ষ থেকে এ অনুমতি দেয়া হয় বলে জানা গেছে।

গণস্বাস্থ্য কেন্দ্র সূত্র জানিয়েছে, এদিন দুপুরে ওষুধ প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে তাদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর ফলে তারা আইসিডিডিআরবি অথবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কিট পরীক্ষা করাতে পারবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বিএসএমএমইউ অথবা আইসিডিডিআরবি এর যেকোনো একটিতে কিটের সক্ষমতা যাচাইয়ের অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। তবে তারা বিএসএমএমইউ-তে কিট পরীক্ষা করাবেন বলে জানান।

তিনি জানান, ওষুধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে ইতোমধ্যে বিএসএমএমইউ উপাচার্যকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

করোনার কিট উদ্ভাবনের পর এ নিয়ে বেশ ধকল পোহাতে হয়েছে গণস্বাস্থ্যকে। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী আন্তরিক হলেও স্বাস্থ্য অধিদপ্তর এবং ওষুধ প্রশাসন অধিদপ্তর তাদের সহযোগিতা করতে গড়িমসি করেছে। এমনকি তাদের কিট গ্রহণও করেনি।

যদিও ওষুধ প্রশাসন অধিদপ্তর এমন অভিযোগ অস্বীকার করে শুরু থেকে গণস্বাস্থ্যকে সবধরনের সহযোগিতা করা হয়েছে বলে দাবি করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ