বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


বাংলাদেশকে ২৩০ কোটি টাকার সহায়তা দিচ্ছে ইইউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের জাতীয় সামাজিক নিরাপত্তা খাত সংস্কারের জন্য সরকারকে ২ কোটি ৪০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৩০ কোটি টাকা।

গতকাল বৃহস্পতিবার ঢাকাস্থ ইইউ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ইইউ। গত বছর এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে একটি চুক্তি করে সংস্থাটি। চুক্তি অনুযায়ী জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল (এনএসএসএস) বাজেট বাস্তবায়নে অর্থ সহায়তা করবে তারা। এরই অংশ হিসেবে প্রথম ধাপে ২৩০ কোটি টাকা সহায়তা দিচ্ছে তারা।

এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনেসে তিরিঙ্ক বলেন, জাতীয় সামাজিক নিরাপত্তা সুরক্ষা বাস্তবায়নে বাংলাদেশ এবং ইইউ একসঙ্গে কাজ করবে। বর্তমানে দেশে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে মোকাবেলায় জনস্বাস্থ্য খাতেও সহায়তা করতে প্রস্তুত সংস্থাটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ