রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
কিশোরগঞ্জ-১ আসনে দেয়াল ঘড়ির প্রার্থীর গণসংযোগ অব্যাহত হাতপাখা না থাকা ৩২ আসনে যা করবে ইসলামী আন্দোলন পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক

কিশোরগঞ্জে 'আল ইসলাহ' সংগঠনের উদ্যোগে শতাধিক পরিবার পেল ঈদ উপহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

কিশোরগঞ্জের মধ্য কাতিয়ারচরের 'আল ইসলাহ' সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে অন্তত ১০০ টি পরিবারের মধ্যে ঈদ উপহার প্রদান করেছেন।

গতকাল শুক্রবার (২২ মে) সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন এলাকার মানুষজনের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার সামগ্রী হিসেবে ১০০ টি প্যাকেট পৌঁছে দেয়া হয়।

সংগঠনেরসদস্যরা জানান, দেশের এই করোনা মহামারি প্রাদুর্ভাবে আমরা সাধ্য অনুযায়ী ১০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের চেষ্টা করেছি। দেশের এই সমস্যায় যায় যার অবস্থান থেকে সাধ্য অনুযায়ী গরীব দুঃখীদের পাশে দাড়ানো উচিত। আয়োজকরা আরো জানান, ইনশাঅল্লাহ আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ভবিষ্যতেও এ ধরণের কাজ অব্যহত রাখব। যারা এ মহৎ কাজে সহযোগিতা করেছেন সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

খাদ্য সামগ্রী হিসেবে ৪ কেজি চাল, ১ কেজি পোলাউ, ১ প্যাকেট সেমাই, ৫০০ গ্রাম দুধ, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম তেল, ১ কেজি পেঁয়াজ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা নরসুন্দা কিন্ডারগার্টেনের পরিচালক জনাব মোহাম্মাদ রহমত উল্লাহ, মাওলানা মিজানুর রহমান, উবায়দুল্লাহ ফুআদ, মোহাম্মাদ হাবিবুর রহমান, মোহাম্মাদ সুমন মিয়া, মজিবুর রহমান, মুজাহিদুল ইসলাম, মোহাম্মাদ রাসেল, মোহাম্মাদ রুবেল মিয়া, মোহাম্মাদ রাতুল, ইমরান, আব্দুর রাজ্জাক রাজু, বাছির, শহিদুল, সাদ্দাম, জয়নাল, সুজন, সম্রাট,দিদার, অন্তর, এমদাদুল হক, ওয়াসিম আকরাম, রাহাত, মুয়াজ্জেম, বাছেদ,মিজান, রফিকুল, এমদাদুল, সামাদ, আরিফ, জুয়েল, রাতুল, সোহাগ, রুহুল আমিন, বাছির, মোহাম্মাদ রমজান এবং হাসিব সহ সংগঠনের সদস্যবৃন্দ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ